চোখ ছোট বলে মন খারাপ, যেভাবে মেকআপ করলে চোখ বড় দেখাবে! দেখুন

প্রত্যেকটি মানুষই সুন্দর। তবে বিশেষ দিন বা উৎসবে নিজেকে আরেকটু সুন্দর দেখাতে অনেকেই মেকআপ করেন। মেকআপের একটু গুরুত্বপূর্ণ অংশ চোখের সাজ। বর্তমানে ‘স্মোকি আইস’, ‘সানসেট আইস’, ভারী চোখের পাতা, সাদা আইলাইনারে ট্রেন্ড চলছে।
অনেক চোখ ছোট বলে মন খারাপ করেন। কিন্তু বিশেষ কিছু কায়দা কাজে লাগালে ছোট চোখকেও বড় দেখানো যায়। চলুন জানা যাক কীভাবে-
ভ্রুর সঠিক মাপ
ভ্রু যদি সঠিক মাপের না হয় তবে কোনো সাজই পূর্ণতা পায় না। চোখের মেকআপের ক্ষেত্রে সবার আগে গুরুত্ব দিন ভ্রুতে। চোখ বড় দেখাতে ঘন মেকআপ করলে তার উপর এঁবড়ো-খেবড়ো ভ্রু দেখতে খুবই খারাপ লাগে।
ডার্ক সার্কেল ঢাকুন
চোখের কোলে কালি থাকলে চোখ দেখতে আরও ছোট আর ক্লান্ত লাগে। এজন্য মেকআপ শুরুর আগে কনসিলার দিয়ে চোখের নিচের কালচেভাব ঢেকে নিন। এতে চোখ দেখতে কিছুটা বড় লাগবে।
আইশ্যাডোর রঙ
আইশ্যাডোর রং যত হালকা হবে, চোখ দেখতে ততই বড় লাগবে। বাইরের দিকে গাঢ় রঙের আইশ্যাডো লাগালেও চোখের ভিতরের কোণে উজ্জ্বল রঙের আইশ্যাডো লাগান। সাদা, সিলভার, গোল্ডেন, ব্রোঞ্জ কিংবা ন্যুড শেডের আইশ্যাডো ব্যবহার করুন। এতে চোখ বড় দেখাবে।
চিকন আইলাইনার
পুরো চোখ জুড়ে মোটা করে আইলাইনার লাগাবেন না। চোখের নীচের অংশে আইল্যাশের ভিতর দিকে আইলাইনার লাগাবেন না। আইল্যাশের বাইরে দিয়ে আইলাইনার লাগান। চোখের কোল পর্যন্ত এটি টানবেন না। তার একটু আগেই শেষ করুন। চোখ বড় দেখাবে।
ল্যাশ লাইনে কাজল
চোখ বড় দেখানোর জন্য কেবল নীচে ওয়াটার লাইনেই কাজল লাগালে চলবে না, উপরের ল্যাশ লাইনেও কাজল লাগাতে হবে।
ঘন মাশকারা
চোখের পাতা ঘন হলে চোখ দেখতে অবশ্যই বড় লাগবে। ঘন করে অন্তত দুই থেকে তিন কোট মাশকারা লাগান। নকল আইল্যাশও লাগাতে পারেন। তবে তা যেন চোখের সঙ্গে মানানসই হয় সেদিকে খেয়াল রাখুন।
ছোটোখাটো এই টিপসগুলো কাজে লাগালেই মেকআপে আপনার চোখ দেখাবে আকর্ষণীয় আর বড়।