শিশুদের ডায়রিয়া থেকে সুস্থ রাখতে যা করণীয়, জেনেনিন বিস্তারিত

প্রচণ্ড গরমে কিংবা বর্ষার সময় অনেক শিশুরই ডায়রিয়া কিংবা পেট খারাপের লক্ষণ দেখা যায়। বিশেষ করে এই সময় পানীয় জলের দিকে ভীষণভাবে নজর রাখা উচিত। কারণ পানীয় জলের কারণে পেট খারাপ অথবা ডায়রিয়া হতেই পারে। তবে একটানা পেট খারাপ শিশুদের শরীর খারাপের অন্যতম লক্ষণ।

বিশেষজ্ঞদের মতে, ডায়রিয়া হলে শিশুদের শরীরে জলশূন্যতা ‌এবং অন্যান্য সমস্যাও দেখা দিতে পারে। এছাড়া, খাওয়ার ইচ্ছে কমে যায়। তদের ভাষায়, শিশুর ডায়রিয়া হলে খাবার স্যালাইন দিতে হবে। সঙ্গে যদি বমি থাকে, গায়ে জ্বর দেখা দেয় তাহলে অবশ্যই চিকিৎসেকর পরামর্শ নিতে হবে।।

সুরক্ষায় যা করণীয়-

১. রাস্তা ঘাটে খেলে, বাথরুম ব্যবহারের পর, খাওয়ার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধোয়া এবং স্নানের সময় নিয়মিত সাবান ব্যবহার করা উচিত। প্রয়োজনে জলে একটু ডেটল ব্যবহার করুন।

২. একদম ছোট শিশুদের ক্ষেত্রে ফর্মুলা অথবা বেবি ফুড না খাওয়ালেই ভাল। তাদের বার বার বুকের দুধ খাওয়ান। সেই সঙ্গে জল ফুটিয়ে খাওয়ান।

৩. খাবারের পাত্র জেনে শুনে ব্যবহার করুন। অবশ্যই ফ্রিজের খাবার ভাল করে গরম করে নেবেন।

Related Posts

© 2025 News - WordPress Theme by WPEnjoy