ফ্রিজের দুর্গন্ধ ঝটপট দূর করতে যা করবেন, বিস্তারিত জেনেনিন

ফ্রিজ খোলার সঙ্গে সঙ্গে নাকে ধাক্কা দিচ্ছে দুর্গন্ধ? একসঙ্গে অনেক ধরনের খাবার, সবজি, ফল রাখার কারণে ফ্রিজে দুর্গন্ধ হয়ে পারে। আবার দীর্ঘদিন রাখার কারণে খাবার নষ্ট হয়েও এমন দুর্গন্ধ হতে পারে। কীভাবে ঝটপট এমন দুর্গন্ধ দূর করবেন জেনে নিন সেটাই।

বেকিং সোডা
ফ্রিজ থেকে খাবার বের করে তাকগুলো খুলে নিন। বেকিং সোডা ও পানি মিশিয়ে একটি পেস্ট বানিয়ে সেটা দিয়ে পরিষ্কার করুন। পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিন। দূর হবে দুর্গন্ধ।

গন্ধ তাড়ায় এমন উপাদান রাখুন ফ্রিজে
একটি বাটি ভর্তি কফি, ওট, লেবু, ভিনেগার কিংবা বেকিং সোডা রাখতে রাখতে পারেন। এগুলো ফ্রিজের বাজে গন্ধ দূর করতে সাহায্য করবে। তুলার টুকরো ভ্যানিলা এসেন্সে ডুবিয়ে ১২ ঘণ্টার জন্য রেখে দিন ফ্রিজে। সুন্দর একটা গন্ধ ছড়িয়ে পড়বে ফ্রিজ জুড়ে।

আপেল সিডার ভিনেগার
১ ভাগ আপেল সিডার ভিনেগার ৩ ভাগ পানির সঙ্গে মিশিয়ে উচ্চ তাপে জ্বাল দিন। ফুটে উঠলে নামিয়ে একটি হিট প্রুফ গ্লাসে ঢালুন। গ্লাসটি ফ্রিজে রেখে ঢেকে দিন। ৬ ঘণ্টা পর বের করে ফেলুন।

টিপস
ফ্রিজে খাবার চাপাচাপি করে রাখবেন না।
খাবার ঢেকে রাখবেন সবসময়। বিশেষ করে রান্না করা খাবার।
দীর্ঘদিন ফ্রিজে খাবার রেখে দেবেন না।
নিয়মিত পরিষ্কার করবেন ফ্রিজ।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy