মহা সমাদরে বউমা ষষ্ঠী হল শ্রুতির, পুত্র বধূকে আদোরে ভরিয়ে দিলেন স্বর্ণেন্দুর মা! দেখুন ভিডিও

২০২৩ সালের জুলাই মাসে আইনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী শ্রুতি দাস এবং পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। বুধবার, জামাই ষষ্ঠীতে সোশ্যাল মিডিয়ায় নতুন বউমাকে আদর করার ছবি ও ভিডিও শেয়ার করেছেন শ্রুতির শাশুড়িমা।

ভিডিওতে কী দেখা যাচ্ছে?

আসনে পাশাপাশি বসে আছেন শ্রুতি ও স্বর্ণেন্দু।দুজনের সামনেই রাখা রয়েছে মিষ্টি ও ফলের প্লেট।শাশুড়িমা ধান-দুর্বা দিয়ে আশীর্বাদ করেন এবং হলুদ সুতা দিয়ে হাত বেঁধে দেন।নতুন শাড়ি জড়িয়ে দেন শ্রুতির কাঁধে।শ্রুতি শাশুড়ি ও স্বামীকে প্রণাম করেন।শাশুড়ি ও স্বামী মিষ্টি খাওয়ান শ্রুতিকে।

 

View this post on Instagram

 

A post shared by 🧿Shruti Das🧿 (Samaddar) (@shrutidas_real)

অনেকেই এই মধুর সম্পর্কের প্রশংসা করেছেন।শাশুড়ি-বউমার এই বন্ধন অন্যদের জন্য অনুপ্রেরণা।শ্রুতি ও স্বর্ণেন্দুর দীর্ঘদিন সুখী সংসার কামনা করেছেন নেটিজেনরা।
এক নেট-নাগরিক মন্তব্য করেছেন, ‘খুব ভালো লেগেছে এরকম সম্পর্কে মধুরতা থাকুক।’ দ্বিতীয়জনের মন্তব্য, ‘এরকম শাশুড়ি-বউমা সম্পর্কই যেন ঘরে ঘরে হয়’। তৃতীয়জন লিখলেন, ‘খুব ভালো থেকো দিদিভাই’।