খালেদা জিয়ার উত্তরসূরি তারেক রহমান! ভোটের আগে বড় রদবদল বিএনপিতে, ফিরলেন শীর্ষ পদে

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দামামা বাজার মধ্যেই এক ঐতিহাসিক মোড় নিল দেশের রাজনীতি। শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) রাতে দলের জাতীয় স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে তারেক রহমানকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (BNP) নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণের ঠিক ১০ দিনের মাথায় তাঁর বড় ছেলের হাতেই দলের সর্বোচ্চ নেতৃত্ব তুলে দিল বিএনপি।

দলের গঠনতন্ত্রের ৭-এর ‘গ’ ধারা অনুযায়ী, চেয়ারম্যানের পদ শূন্য হওয়ায় সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করলেন। দীর্ঘ ১৭ বছর প্রবাসে থাকার পর গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন তিনি। তাঁর এই প্রত্যাবর্তন এবং সরাসরি দলের হাল ধরা বিএনপির তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করেছে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলা জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই রণকৌশল সাজাতে শুরু করেছে বিএনপি। নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান এবং রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করে ৪১ সদস্যের একটি ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করা হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন পুরোপুরি সুসংগঠিত। আওয়ামি লীগ নির্বাচনে নিষিদ্ধ থাকায় বিএনপিকে এই ভোটের লড়াইয়ে অন্যতম ফেভারিট হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।