মাঝরাতে মুম্বইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড: একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া!

দেশের আর্থিক রাজধানী মুম্বইয়ের গোরেগাঁও এলাকায় ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। শনিবার সাতসকালে যখন গোটা শহর গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই গোরেগাঁওয়ের ভগত সিং নগরের একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুন লাগে। এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে এক ১৯ বছরের তরুণী এবং ১২ বছরের এক কিশোরও রয়েছে।

ঘটনার বিবরণ: দমকল বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার রাত ৩টে ৬ মিনিট নাগাদ গোরেগাঁওয়ের রাজারাম লেনের একটি একতলা ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়। আগুনটি মূলত ভবনের একতলার ইলেকট্রিক তার এবং আসবাবপত্রের মধ্যে সীমাবদ্ধ ছিল। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দমকল আসার আগেই প্রতিবেশীরা বালতি করে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। পরে দমলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

হতাহতের পরিচয়: আগুনে ঝলসে যাওয়া পরিবারের তিন সদস্যকে দ্রুত উদ্ধার করে স্থানীয় ট্রমা কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। মৃতদের নাম সঞ্জোগ পাভাসকর (৪৮), হর্ষদা পাভাসকর (১৯) এবং কুশল পাভাসকর (১২)।

তদন্ত ও বর্তমান পরিস্থিতি: প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই এই ভয়াবহ আগুনের সূত্রপাত। আগুন খুব দ্রুত ইলেকট্রিক তার থেকে ঘরে থাকা আসবাবপত্র ও অন্যান্য দাহ্য বস্তুতে ছড়িয়ে পড়ে। তবে আগুনের প্রকৃত কারণ খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ ও দমকল বিভাগ। এই ঘটনায় গোটা গোরেগাঁও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।