কেদারনাথ যেতে আর হবে না কালঘাম! সোনপ্রয়াগে তৈরি হচ্ছে ৭ কিমি লম্বা টুইন টিউব টানেল, জানুন রুট ম্যাপ

কেদারনাথ ধামের যাত্রীদের জন্য আসতে চলেছে এক দুর্দান্ত সুখবর। প্রতি বছর দেশ-বিদেশের লক্ষ লক্ষ ভক্তের ভিড় সামলাতে এবং যাত্রাপথকে আরও মসৃণ করতে এবার ‘ডবল কানেক্টিভিটি’র মেগা প্ল্যান হাতে নিয়েছে কেন্দ্র ও উত্তরাখণ্ড সরকার। কেদারনাথ যাত্রাকে আরও সুরক্ষিত ও সময়সাশ্রয়ী করতে এবার তৈরি হতে চলেছে এক অত্যাধুনিক সুড়ঙ্গ বা টানেল।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, কালিমঠের কাছে চৌমাসী থেকে সোনপ্রয়াগ পর্যন্ত একটি নতুন টানেল তৈরির প্রস্তাব পাশ করা হয়েছে। প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ এই ‘টুইন টিউব টানেল’ তৈরি হলে ভূমিধস বা দুর্যোগের কবলে পড়ে যাত্রীদের আর আটকে থাকতে হবে না। মূলত কেদারনাথ রোপওয়ে প্রকল্পের কথা মাথায় রেখেই এই টানেলটির ডিজাইন করা হচ্ছে। এর ফলে সড়কপথ এবং রোপওয়ে—উভয় মাধ্যমেই ভক্তরা সহজেই ধামে পৌঁছাতে পারবেন।
উত্তরাখণ্ডের লোক নির্মাণ মন্ত্রী সতপাল মহারাজ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সম্প্রতি দিল্লি সফরে এই প্রকল্পটি নিয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। সোনপ্রয়াগ থেকে কেদারনাথ পর্যন্ত রোপওয়ের কাজ ইতিমধ্যেই এগোচ্ছে, যা আগামী ৪-৫ বছরের মধ্যে শেষ হওয়ার কথা। এই রোপওয়ে চালু হলে বয়স্ক ও শিশুদের জন্য যাত্রা হবে অত্যন্ত আরামদায়ক। এর পাশাপাশি নতুন সুড়ঙ্গটি তৈরি হয়ে গেলে কুণ্ড থেকে সোনপ্রয়াগ পৌঁছানোর জন্য দুটি বিকল্প পথ খুলে যাবে। ফলে ভিড়ের চাপ কমবে এবং পর্যটন শিল্পে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।