পিএফ থেকে টাকা উঠবে এবার এটিএমের গতিতে! UPI অ্যাপে এক ক্লিকেই মিলবে অগ্রিমের টাকা

দেশজুড়ে লক্ষ লক্ষ চাকুরিজীবীদের জন্য নতুন বছরের শ্রেষ্ঠ উপহার নিয়ে এল কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (EPFO)। এবার থেকে পিএফ (PF) একাউন্ট থেকে অগ্রিম টাকা তোলার জন্য আর দিনের পর দিন অপেক্ষা করতে হবে না। জরুরি প্রয়োজনে এখন BHIM UPI অ্যাপের মাধ্যমেই তাৎক্ষণিকভাবে নিজের জমানো টাকা হাতে পাবেন সদস্যরা। ইপিএফও-র এই ডিজিটাল বিপ্লবে সরাসরি উপকৃত হবেন দেশের প্রায় ৩০ কোটি মানুষ।

এটিএমের মতো কাজ করবে পিএফ একাউন্ট: বর্তমানে এনপিসিআই (NPCI)-এর সহযোগিতায় একটি অত্যাধুনিক সিস্টেম তৈরি করেছে EPFO। বিয়ে, চিকিৎসা বা শিক্ষার মতো জরুরি প্রয়োজনে সদস্যরা যখনই টাকা তোলার আবেদন করবেন, ব্যাকএন্ডে যাচাইয়ের পর অনুমোদিত অর্থ সরাসরি ইউপিআই-লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) মাধ্যমে এই লেনদেন সম্পন্ন হবে। আগে যেখানে টাকা পেতে কমপক্ষে তিন থেকে সাত দিন সময় লাগত, এখন তা সম্পন্ন হবে কয়েক মিনিটের মধ্যে—ঠিক যেমন এটিএম থেকে টাকা তোলা হয়।

কেন এই পরিবর্তন? বর্তমানে অনলাইন অটো-মোড দাবিতেও ৫ লক্ষ টাকা পর্যন্ত তুলতে অন্তত তিন কার্যদিবস সময় লাগে। অনেক ক্ষেত্রে ম্যানুয়াল ভেরিফিকেশনের জন্য আরও দেরি হয়। অসুস্থতা বা দুর্ঘটনার মতো পরিস্থিতিতে এই বিলম্ব সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়াত। সেই সমস্যা মেটাতেই এবার ইউপিআই (UPI) প্রযুক্তির আশ্রয় নিচ্ছে সংস্থা।

কবে থেকে শুরু হবে এই পরিষেবা? সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২ থেকে ৩ মাসের মধ্যেই এই ফিচারটি লাইভ হবে। তবে কিছু নিরাপত্তা সংক্রান্ত বিধিনিষেধও থাকছে। অপব্যবহার রোধ করতে এবং আরবিআই-এর গাইডলাইন মেনে এখনই পুরো ব্যালেন্স তোলা যাবে না। নির্দিষ্ট সীমার ওপর ভিত্তি করেই তাৎক্ষণিক উত্তোলন করা যাবে। প্রাথমিকভাবে শুধুমাত্র BHIM অ্যাপে এই সুবিধা পাওয়া গেলেও, পরে ফোনপে বা গুগল পে-র মতো অ্যাপেও এই পরিষেবা যুক্ত হতে পারে।

ইপিএফও-র হাতে বর্তমানে ২৬ লক্ষ কোটি টাকারও বেশি আমানত রয়েছে। এই বিশাল তহবিলকে সাধারণ মানুষের জন্য আরও সহজলভ্য করে তোলাই সরকারের মূল লক্ষ্য।