ব্যারিকেড ভেঙে মঞ্চের দিকে দর্শকদের হুড়োহুড়ি, মেজাজ হারিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন পদ্মশ্রী গায়ক!

গ্বালিয়র মেলা গ্রাউন্ডে আয়োজিত ‘তবলা দিবস’ ও ‘গ্বালিয়র গৌরব দিবস’-এর অনুষ্ঠান মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের রূপ নিল। প্রখ্যাত সঙ্গীতশিল্পী কৈলাস খেরের গান চলাকালীন দর্শকদের অনিয়ন্ত্রিত বিশৃঙ্খলায় মেজাজ হারালেন শিল্পী। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, নিরাপত্তার খাতিরে গান গাওয়াই বন্ধ করে দেন তিনি। দর্শকদের এই ‘অভব্য’ আচরণের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

বৃহস্পতিবার রাতের এই অনুষ্ঠানে গ্বালিয়র মেলা প্রাঙ্গণে তিল ধারণের জায়গা ছিল না। ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিল পুলিশ। অনুষ্ঠানের মাঝেই দেখা যায়, একদল দর্শক নিরাপত্তার ব্যারিকেড তোয়াক্কা না করে সরাসরি মঞ্চের দিকে দৌড় শুরু করেন। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ও তারের জালের মধ্যে দর্শকদের ঢুকে পড়তে দেখে আঁতকে ওঠেন শিল্পী। সঙ্গে সঙ্গে গান থামিয়ে মাইক হাতে কৈলাস খের বলেন, “আমি আপনাদের প্রশংসা করছি, আর আপনারা পশুর মতো আচরণ করছেন! দয়া করে সভ্য হন। যদি আপনারা আমার বাদ্যযন্ত্রের কাছে চলে আসেন, তবে আমি এখনই শো বন্ধ করে দেব।”

উল্লেখ্য, দর্শকদের হাতে কৈলাস খেরের হেনস্থা হওয়ার ঘটনা এই প্রথম নয়। ২০২৩ সালে কর্ণাটকের হাম্পি উৎসবে গান গাইতে গিয়ে বোতল হামলার শিকার হয়েছিলেন তিনি। সেবার কন্নড় গান না গাওয়ার অভিযোগে উন্মত্ত জনতা তাঁর দিকে বোতল ছুঁড়ে মেরেছিল, যার জেরে দু’জনকে আটকও করা হয়। গ্বালিয়রের ঘটনায় সেই স্মৃতি ফিরে আসায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সঙ্গীতপ্রেমীদের একাংশ। শিল্পীর কড়া হুঁশিয়ারির পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে পুনরায় অনুষ্ঠান শুরু হয়, তবে দর্শকদের এই হঠকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।