পার্ক স্ট্রিট থেকে বাইপাস, পুলিশের সাঁড়াশি অভিযানে জব্দ ৪১২ জন! বর্ষবরণের আগে শহরজুড়ে কড়া ‘নাকা চেকিং’

বড়দিনের মহানগরে আনন্দের পাশাপাশি বিশৃঙ্খলা রুখতে কড়া মেজাজে ধরা দিল কলকাতা পুলিশ। উৎসবের রাতে অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরজুড়ে চালানো বিশেষ অভিযানে মোট ১৯১ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হয়েছে প্রায় ১১ লিটার অবৈধ দেশি মদ। লালবাজার সূত্রে খবর, উৎসবের ভিড়ে যাতে কোনও প্রাণহানি বা বড় দুর্ঘটনা না ঘটে, তার জন্য পার্ক স্ট্রিট-সহ শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী।

ট্রাফিক পুলিশের পরিসংখ্যান বলছে, শুধুমাত্র বড়দিনেই ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৪১২টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক চিত্র ধরা পড়েছে মত্ত চালকদের ক্ষেত্রে; ব্রিদ অ্যানালাইজার পরীক্ষায় ধরা পড়েছেন ৭৭ জন মদ্যপ চালক। এছাড়া হেলমেট ছাড়া বাইক চালানো এবং বেপরোয়া গতির জন্য যথাক্রমে ১০০ ও ৮১ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রাফিক পুলিশের এক আধিকারিক জানান, “উৎসবের দিনে কেউ যাতে অন্যের জীবন বিপন্ন না করে, তার জন্যই এই জিরো টলারেন্স নীতি।”

এদিকে, বড়দিনের রেশ কাটতে না কাটতেই ৩১ ডিসেম্বরের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তার ব্লু-প্রিন্ট তৈরি করে ফেলেছে লালবাজার। বর্ষবরণের রাতে পার্ক স্ট্রিট তো বটেই, উত্তর থেকে দক্ষিণ কলকাতা— সর্বত্র নজরদারিতে থাকবে কলকাতা পুলিশের বিশেষ প্রমিলা বাহিনী ‘উইনার্স টিম’। সংযুক্ত এলাকা ও দক্ষিণ শহরতলির নিরাপত্তার তদারকি করবেন খোদ অতিরিক্ত নগরপাল পদমর্যাদার এক আধিকারিক।

সম্প্রতি দিল্লিতে ঘটে যাওয়া বিস্ফোরণকাণ্ডের জেরে তিলোত্তমায় বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। নিউ মার্কেট ও পঞ্চসায়র এলাকার হোটেল ও গেস্ট হাউসগুলোতে তল্লাশি চালানোর পাশাপাশি আগন্তুকদের গতিবিধির ওপর কড়া নজর রাখছে পুলিশ। নতুন বছরের শুরুতে সাধারণ মানুষকে সচেতন হওয়ার এবং ট্রাফিক আইন মেনে আনন্দ করার আবেদন জানিয়েছে প্রশাসন।