‘দোষী সাব্যস্ত হয়েও ধর্ষকরা ঘুরে বেড়ায়, BJP চুপ…,’ উন্নাওয়ের ধর্ষণ নিয়ে অভিষেকের কটাক্ষ

উন্নাও ধর্ষণ মামলার মূল অভিযুক্ত প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের জামিন এবং নির্যাতিতাকে নিয়ে উত্তরপ্রদেশের মন্ত্রীর ‘মশকরা’—এই দুই ঘটনায় তোলপাড় দেশ। এই ইস্যুতেই এবার গেরুয়া শিবিরকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে ‘বেটি বাঁচাও’ স্লোগানটি এখন এক মর্মান্তিক প্রহসনে পরিণত হয়েছে।
২০১৭ সালের এই নৃশংস কাণ্ডে দোষী সাব্যস্ত সেঙ্গারের যাবজ্জীবন কারাদণ্ড সম্প্রতি স্থগিত করেছে দিল্লি হাইকোর্ট। এই খবর শোনার পর থেকেই আতঙ্কে ভেঙে পড়েছে নির্যাতিতার পরিবার। গত বুধবার ইন্ডিয়া গেটের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশি হেনস্থার শিকার হন নির্যাতিতা ও তাঁর মা। সেই ঘটনার প্রতিক্রিয়ায় উত্তরপ্রদেশের মন্ত্রী ওম প্রকাশ রাজভর সাংবাদিকদের সামনে হাসতে হাসতে প্রশ্ন তোলেন, “ওঁর বাড়ি তো উন্নাওয়ে, ইন্ডিয়া গেটে কী করছিলেন?”
মন্ত্রীর এই সংবেদনহীন মন্তব্যের ভিডিও ভাইরাল হতেই সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স (টুইটার) হ্যান্ডলে তিনি লিখেছেন, “ধর্ষণে দোষী সাব্যস্ত বিজেপি বিধায়ক জামিন পাচ্ছেন, আর বিজেপির মিত্র দলের মন্ত্রী নির্যাতিতাকে নিয়ে প্রকাশ্যে উপহাস করছেন। অথচ বিজেপির শীর্ষ নেতৃত্ব এই বিষয়ে রহস্যজনকভাবে নীরব।” অভিষেক আরও যোগ করেন, “যখন দোষীরা অবাধে ঘুরে বেড়ায় এবং মন্ত্রীরা বিদ্রুপ করেন, তখন বুঝতে হবে প্রতিটি নারী এবং ন্যায়বিচার খোঁজা প্রতিটি পরিবার আজ ব্যর্থ।”
এদিকে, নির্যাতিতা তরুণী অভিযোগ করেছেন যে তাঁর এবং তাঁর আইনজীবীর নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তবে সিবিআই দিল্লি হাইকোর্টের এই স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু তার আগে বিজেপি সরকারের মন্ত্রীর এই মন্তব্য এবং দলের নীরবতা নারী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল।