শিল্পায়নে মধ্যপ্রদেশের ‘মাস্টারস্ট্রোক’! অটল জয়ন্তীতে ৫,৮১০ কোটির উপহার অমিত শাহের

ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর ১০১ তম জন্মবার্ষিকী উপলক্ষে গোয়ালিয়রে আয়োজিত “অভ্যুদয়: মধ্যপ্রদেশ বৃদ্ধি শীর্ষ সম্মেলন”-এ যোগ দিয়ে রাজ্যের ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ভাইব্র্যান্ট গুজরাট’ মডেলের প্রসঙ্গ টেনে শাহ বলেন, মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদবের নেতৃত্বে মধ্যপ্রদেশ এখন দেশের দ্রুততম বর্ধনশীল রাজ্যে পরিণত হয়েছে। এই সম্মেলনে ৫,৮১০ কোটি টাকার শিল্প ও সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

ডিজিটাল পুলিশিং ও বড় বিনিয়োগ: দিল্লির পর দ্বিতীয় রাজ্য হিসেবে মধ্যপ্রদেশে ‘ই-জিরো এফআইআর’ (e-Zero FIR) সিস্টেম চালু করলেন অমিত শাহ। এখন থেকে সাইবার অপরাধ বা যেকোনো অভিযোগ ঘরে বসেই অনলাইনে নথিভুক্ত করা যাবে। এছাড়াও, শাহ ৮৬০টি শিল্প ইউনিটে ৭২৫ কোটি টাকার বিনিয়োগ প্রণোদনা বণ্টন করেন। তাঁর দাবি, বর্তমানের ২ লক্ষ কোটি টাকার বিনিয়োগ লক্ষ্যমাত্রা রাজ্যের প্রতিটি কোণায় সুষম উন্নয়ন পৌঁছে দেবে। বিশেষ করে মালওয়া ও চম্বল অঞ্চলের তুলা চাষিদের ভাগ্য ফেরাতে ‘পিএম মিত্র পার্ক’ এক যুগান্তকারী ভূমিকা নেবে।

ভৌগোলিক সুবিধাই এমপি-র শক্তি: অমিত শাহ বলেন, “দেশের হৃদয়ে অবস্থিত হওয়ার কারণে মধ্যপ্রদেশ থেকে যেকোনো প্রান্তে পণ্য সরবরাহ করা সহজ ও সাশ্রয়ী।” মুখ্যমন্ত্রী মোহন যাদবকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, গোয়ালিয়র থেকে ঝাবুয়া পর্যন্ত শিল্পের যে জাল বোনা হচ্ছে, তা ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করতে বড় অবদান রাখবে। অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব উপস্থিত ছিলেন। অটলজির আদর্শকে পাথেয় করে মধ্যপ্রদেশ যে কর্মসংস্থানের নতুন মডেল তৈরি করছে, সে কথা স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী।

Dipak Barman01
  • Dipak Barman01