ডানলপ ব্রিজে দিনদুপুরে জুয়ার তাণ্ডব! বন্দুকের বাট দিয়ে বাসকর্মীকে মারধর, ভরসন্ধেয় ছিনতাই

উৎসবের মরশুমে যখন শহর সেজে উঠেছে আলোর রোশনাইয়ে, ঠিক তখনই খাস কলকাতায় প্রকাশ্যে জুয়ার ঠেক এবং দুষ্কৃতী দৌরাত্ম্যের চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল। ডানলপ ব্রিজের ওপর বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে দিনের আলোয় রমরমিয়ে চলছিল জুয়ার আসর। সেখান থেকেই এক বেসরকারি বাস সংস্থার কর্মীর ওপর হামলা ও টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
আক্রান্ত যুবকের নাম সুভাষ বসু। পেশায় তিনি একটি বেসরকারি বাস সংস্থার কর্মী। সুভাষের অভিযোগ, বুধবার তিনি ডানলপ ব্রিজের ওপর বাস ধরার জন্য অপেক্ষা করছিলেন। সেই সময় পাশেই চলা একটি জুয়ার ঠেক থেকে কয়েকজন দুষ্কৃতী এসে তাঁর কাছে টাকা দাবি করে। সুভাষ টাকা দিতে অস্বীকার করলে বচসা শুরু হয়। অভিযোগ, আচমকাই দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র বের করে বন্দুকের বাট দিয়ে তাঁকে নৃশংসভাবে মারধর শুরু করে। মারধরের পর তাঁর কাছে থাকা সমস্ত নগদ টাকা ছিনিয়ে নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয়।
এই ঘটনার জেরে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বরাহনগর থানার পুলিশ। পুলিশ গিয়ে অবৈধ জুয়ার ঠেকটি ভেঙে গুঁড়িয়ে দেয়। সুভাষ বসুর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। তবে খাস কলকাতায় জনবহুল এলাকায় দিনের আলোয় কীভাবে এমন সশস্ত্র দুষ্কৃতীরা তাণ্ডব চালাল, তা নিয়ে প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন সাধারণ মানুষ।