বাসন্তীতে ভয়াবহ বোমা বিস্ফোরণ! নিমন্ত্রণ খেতে গিয়ে রক্তাক্ত দ্বিতীয় শ্রেণির খুদে, নেপথ্যে কি দলীয় কোন্দল?

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর খড়িমাচান গ্রামে বুধবার সন্ধ্যায় ঘটে গেল এক ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা। এই বিস্ফোরণে গুরুতর আহত হয়েছে দ্বিতীয় শ্রেণির এক স্কুল পড়ুয়া। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তাকে কলকাতার এসএসকেএম (পিজি) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার নেপথ্যে ক্লাবের জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদ ও শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া দেখছেন স্থানীয়রা।

আহত শিশুর দাদু আজিজুল গায়েনের দাবি, বুধবার দুপুরে তাঁর নাতি বাড়িতে নিমন্ত্রণ খেতে এসেছিল। সন্ধ্যায় খেলা করার সময় হঠাৎই একটি বোমা ফেটে শিশুটি রক্তাক্ত হয়। আজিজুল সরাসরি প্রতিবেশী আনার শেখের পরিবারের দিকে আঙুল তুলেছেন। তাঁর অভিযোগ, “এলাকার নজরুল সংঘ নামে একটি ক্লাবের জায়গা নিয়ে দীর্ঘ দিন ধরে আনার শেখের পরিবারের সঙ্গে আমাদের বিবাদ চলছে। আমাদের মারার জন্যই ওরা বোমা বেঁধে রোদে শুকাতে দিয়েছিল। সেই বোমাই ফেটে আজ আমার নাতি শেষ হতে বসেছে।” চাঞ্চল্যকর বিষয় হলো, আজিজুলের দাবি অনুযায়ী অভিযুক্ত ও আক্রান্ত উভয় পরিবারই তৃণমূল কংগ্রেসের সমর্থক।

যদিও এই ঘটনায় রাজনৈতিক যোগ অস্বীকার করেছেন বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল। তিনি জানিয়েছেন, ঘটনাটি মূলত একটি ক্লাবের জমি নিয়ে বিবাদ থেকে উৎপন্ন। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। তবে অভিযুক্ত আনার শেখের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি। গোটা ঘটনায় খড়িমাচান গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে, মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।