বক্স অফিসে ফের মহাপ্রলয়? রজনী-শাহরুখ জুটিকে এক পর্দায় আনছেন নেলসন, ফাঁস হলো মুক্তির তারিখ!

২০২৩ সালে বক্স অফিসে তুফান তুলেছিল সুপারস্টার রজনীকান্তের ‘জেলার’। থালাইভার সেই বিধ্বংসী মেজাজ আরও একবার বড়পর্দায় দেখার জন্য মুখিয়ে ছিলেন দর্শকরা। এবার ভক্তদের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আসছে ‘জেলার ২’। তবে শুধু সিক্যুয়েল ঘোষণাই নয়, এই ছবিকে ঘিরে যে নতুন তথ্য সামনে এসেছে তা রীতিমতো দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে, নেলসন দিলীপকুমারের এই মেগা প্রজেক্টে যোগ দিচ্ছেন খোদ বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান।
সবচেয়ে বড় চমকটি দিয়েছেন স্বয়ং মহাগুরু মিঠুন চক্রবর্তী। ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করা মিঠুন সম্প্রতি এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন যে, শাহরুখ খান ‘জেলার ২’-এর অংশ হতে চলেছেন। পরিচালক নেলসনের এই কাস্টিং ডিশন যে ভারতীয় সিনেমার ইতিহাসে এক নতুন মাইলফলক হতে চলেছে, তা বলাই বাহুল্য। রজনীকান্ত এবং শাহরুখ খানকে একই ফ্রেমে দেখা ভক্তদের কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। যদিও শাহরুখের চরিত্রটি ঠিক কতটা দীর্ঘ হবে বা তিনি ক্যামিও করবেন কি না, তা নিয়ে এখনই খোলসা করেননি নির্মাতারা। তবে সূত্রের খবর, এটি স্রেফ একটি সাধারণ উপস্থিতি নয়, বরং গল্পের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ চরিত্র।
তারকাখচিত এই ছবিতে শুধু রজনী-শাহরুখ-মিঠুনই নন, থাকছেন একঝাঁক মহাতারকা। মোহনলাল, শিবরাজকুমার, বিজয় সেতুপতি, বিদ্যা বালান এবং এসজে সুরিয়ার মতো পাওয়ারহাউস পারফরমারদের নিয়ে নেলসন তৈরি করছেন এক বিশাল সিনেমাটিক ইউনিভার্স। ১২ জুন ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলা এই ছবিটি প্যান-ইন্ডিয়া স্তরে নতুন রেকর্ড গড়তে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ২২০ কোটি বাজেটে তৈরি প্রথম পর্বটি যেখানে ৬৫০ কোটি কামিয়েছিল, সেখানে দ্বিতীয় পর্বের কাস্টিং ও হাইপ দেখে বাণিজ্য বিশ্লেষকদের ধারণা, এটি হাজার কোটির ক্লাব অনায়াসেই স্পর্শ করবে।