২৬-এর প্যারেডেও ব্রাত্য বাংলা! প্রজাতন্ত্র দিবসে কেন ফের বাতিল করা হলো রাজ্যের ট্যাবলো?

আসন্ন ২০২৬ সালের প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে ফের দেখা মিলবে না পশ্চিমবঙ্গের ট্যাবলোর। টানা কয়েক বছর ধরে চলা এই ধারাই বজায় থাকল এবারও। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের বিশেষজ্ঞ কমিটি বাংলার ট্যাবলোর প্রস্তাবে অনুমোদন না দেওয়ায় জাতীয় স্তরের এই বর্ণাঢ্য কুচকাওয়াজ থেকে বাদ পড়ল রাজ্যের সাংস্কৃতিক ও ঐতিহাসিক প্রতিনিধিত্ব। আর এই ঘটনা ঘিরেই ফের একবার কেন্দ্র-রাজ্য সংঘাত তুঙ্গে উঠেছে।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এবারের ট্যাবলোর মূল ভাবনা ছিল স্বাধীনতা আন্দোলনে বাংলার অনন্য অবদান। রাজ্যের বিপ্লবী, মনিষী ও সমাজ সংস্কারকদের লড়াইয়ের গৌরবগাথা তুলে ধরার প্রস্তুতি নেওয়া হয়েছিল। নবান্নের দাবি, তিন দফায় বিশেষজ্ঞ কমিটির সাথে আলোচনা করে প্রয়োজনীয় পরিবর্তন করা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে কোনো এক অজ্ঞাত কারণে বাংলার প্রস্তাব খারিজ করে দেওয়া হয়।

এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছেন তৃণমূল সাংসদ মালা রায়। তিনি সরাসরি বিজেপি সরকারের দিকে আঙুল তুলে বলেন, “কেন্দ্রীয় সরকার বাংলার মনীষীদের অপমান করছে। ওরা মনীষীদের কথা বলে, কিন্তু বাংলার মহানায়কদের নিয়ে তৈরি ট্যাবলো দেখানোর সুযোগ দেয় না। এটি নিছক প্রশাসনিক সিদ্ধান্ত নয়, চরম রাজনৈতিক দ্বিচারিতা।” তৃণমূলের অভিযোগ, জাতীয় মঞ্চে বারবার বাংলাকে ব্রাত্য করে রাখার চেষ্টা হচ্ছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও ২০২০, ২০২২ এবং গত বছরও বাংলার ট্যাবলো দিল্লির প্যারেডে ঠাঁই পায়নি। প্রযুক্তিগত কারণ নাকি নেপথ্যে গভীর রাজনৈতিক কোনো সমীকরণ কাজ করছে, তা নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। প্রজাতন্ত্র দিবস যখন দেশের ঐক্য ও বৈচিত্র্য প্রদর্শনের মঞ্চ, সেখানে বারবার বাংলার মতো একটি রাজ্যের অনুপস্থিতি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর অন্তর্ভুক্তিকরণ নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল।