ঠাকুরবাড়িতে রক্তক্ষয়ী সংগ্রাম! শান্তনুর মন্তব্যে উত্তাল মতুয়া সমাজ, মাটিতে ফেলে পেটানো হল মমতাবালা অনুগামীকে

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের এক মন্তব্যের জেরে বুধবার উত্তপ্ত হয়ে উঠল বনগাঁর ঠাকুরবাড়ি। গত সোমবার শান্তনু মন্তব্য করেছিলেন, “৫০ লক্ষ অনুপ্রবেশকারীকে (রোহিঙ্গা ও বাংলাদেশি) আটকাতে গিয়ে যদি আমার নিজের সম্প্রদায়ের ১ লক্ষ মানুষ ভোট দিতে না পারে, তবে তা মেনে নিতে হবে।” এই মন্তব্যের প্রতিবাদে বুধবার মমতাবালা ঠাকুরের অনুগামীরা শান্তনু ঠাকুরের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে গেলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে।

দুই পক্ষের অনুগামীদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি ও হাতাহাতি শুরু হয়। অভিযোগ, মমতাবালা ঠাকুরের এক অনুগামীকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয়েছে। আহত ওই ব্যক্তির শরীরের বিভিন্ন জায়গায় চোট লেগেছে। শান্তনু ঠাকুরের দাবি, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। অন্যদিকে, মমতাবালা ঠাকুরের অভিযোগ, বিজেপি মতুয়াদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।