শ্রীলঙ্কার পুনর্গঠনে ৪৫০ মিলিয়ন ডলারের প্যাকেজ ভারতের! বেইলি ব্রিজ উদ্বোধন করলেন জয়শঙ্কর

মঙ্গলবার কলম্বোয় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়েকের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর। ঘূর্ণিঝড় ‘দিতওয়াহা’-র তাণ্ডবে বিধ্বস্ত দ্বীপরাষ্ট্রের প্রতি ভারতের সংহতি প্রকাশ করতেই এই সফর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি জয়শঙ্কর শ্রীলঙ্কার পুনর্গঠনের জন্য ৪৫০ মিলিয়ন মার্কিন ডলারের এক বিশাল আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন।

এই প্যাকেজের আওতায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, রেলপথ এবং সেতু মেরামত করা হবে। এছাড়াও ঘরবাড়ি নির্মাণ, স্বাস্থ্য, শিক্ষা এবং কৃষি খাতে বিশেষ সহযোগিতা দেবে ভারত। এদিনের সফরের অন্যতম বিশেষ মুহূর্ত ছিল কিলিনোচ্চি জেলায় ১২০ ফুট দীর্ঘ এক দ্বৈত-ক্যারেজওয়ে বেইলি ব্রিজের উদ্বোধন। ১১০ টন ওজনের এই সেতুটি ভারত থেকে বিমানে করে উড়িয়ে আনা হয়েছিল এবং ‘অপারেশন সাগর বন্ধু’-র অধীনে দ্রুততার সঙ্গে স্থাপন করা হয়েছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ জয়শঙ্কর লিখেছেন, “ভারত শ্রীলঙ্কার পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। এই সহযোগিতা আমাদের ‘প্রতিবেশী প্রথম’ নীতি এবং ‘ভিশন সাগর’-এর প্রতিফলন।” উল্লেখ্য, গত ২৮ নভেম্বর থেকেই মানবিক সহায়তা ও দুর্যোগ ত্রাণের জন্য অপারেশন সাগর বন্ধু চালু করেছে ভারত। ইতিপূর্বেই বায়ুসেনার বিমানে ওষুধ ও শুকনো রেশন পৌঁছে দেওয়া হয়েছে। কিলিনোচ্চি ও চিলাও-এ ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারেও ভারতীয় ইঞ্জিনিয়াররা দিনরাত কাজ করে চলেছেন।