উঠোনে বসে রোদ পোহাচ্ছিলেন বৃদ্ধ, আচমকা গায়ের ওপর উল্টে পড়ল আস্ত ট্রাক! মর্মান্তিক মৃত্যু
December 21, 2025

শীতের দুপুরে বাড়ির উঠোনে বসে রোদ পোহাচ্ছিলেন ৯০ বছর বয়সি গিররাজ শর্মা। গত শুক্রবার মধ্যপ্রদেশের গোয়ালিয়রে তাঁর নাতি সতীশ শর্মার বাড়ির উঠোনে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। একটি নির্মীয়মাণ বাড়ির জন্য নুড়ি বোঝাই করে আনা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ওই বৃদ্ধের ওপর উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
পুলিশ জানিয়েছে, রাস্তার নিচে জলের পাইপলাইন থাকায় মাটি নরম ছিল। ট্রাকের একটি চাকা গর্তে বসে যেতেই সেটি ভারসাম্য হারিয়ে বৃদ্ধের ওপর আছড়ে পড়ে। ঘটনার পর থেকেই ট্রাক চালক পলাতক। পুলিশ ঘাতক ট্রাকটিকে বাজেয়াপ্ত করেছে এবং চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে। এই মর্মান্তিক ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে শিউরে উঠছেন স্থানীয়রা।