মোদীর সভায় যেতে দেওয়া হচ্ছে না কর্মীদের? বিজেপির অভিযোগ উড়িয়ে পাল্টা তৃণমূলের তোপ
December 21, 2025

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় যোগ দিতে যাওয়ার পথে বিজেপি কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ, সভার উদ্দেশ্যে রওনা দেওয়া বাস এবং গাড়িগুলিকে একাধিক জায়গায় আটকে দেয় শাসকদলের কর্মীরা। কোথাও কোথাও রাস্তার মাঝখানে আড়াআড়িভাবে গাড়ি রেখে বা জমায়েত করে পথ অবরোধ করার অভিযোগ উঠেছে। বিজেপির দাবি, মোদীর সভায় মানুষের ভিড় দেখে ভয় পেয়েই এই ঘৃণ্য চক্রান্ত করছে তৃণমূল। যদিও তৃণমূলের তরফে এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে একাধিক এলাকায় পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে তীব্র বচসা ও উত্তেজনা ছড়িয়েছে।