টাকা দেওয়া বন্ধ করতেই প্রেমিকের বুকে গুলি! ৫ বছর পর নৈনিতালের ‘হত্যাকাণ্ডে’ দোষী সাব্যস্ত প্রেমিকা

নৈনিতালের ভীমতালে চাঞ্চল্যকর নাজিম আলী হত্যাকাণ্ডে ৫ বছর পর ঐতিহাসিক রায় দিল আদালত। প্রাক্তন প্রেমিকের থেকে টাকা পাওয়া বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ প্রেমিকা আমরিন জাহান এবং তাঁর সহযোগী রাধেশ্যাম শুক্লাকে খুনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। সোমবার, ২২ ডিসেম্বর জেলা ও দায়রা জজ হরিশ কুমার গোয়েলের আদালত এই মামলার সাজা ঘোষণা করবে।

২০২০ সালের জানুয়ারিতে ঘটে যাওয়া এই ঘটনার নেপথ্যে ছিল এক জটিল প্রেমের সম্পর্ক ও প্রতিহিংসা। তদন্তে জানা যায়, নাজিম আলীর সাথে আমরিনের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। কিন্তু নাজিম অন্য এক মহিলাকে বিয়ে করার পর আমরিনকে আর্থিক সহায়তা দেওয়া বন্ধ করে দেন। এতেই ক্ষিপ্ত হয়ে আমরিন তাঁর বন্ধু রাধেশ্যামের সাথে মিলে নাজিমকে সরিয়ে দেওয়ার ছক কষেন। বেড়াতে যাওয়ার নাম করে নাজিমকে ভীমতালে নিয়ে আসা হয় এবং চন্দা দেবী মন্দিরের কাছে গুলি করে হত্যা করা হয়। পুলিশ সিসিটিভি ফুটেজ, মোবাইল লোকেশন এবং ফরেনসিক রিপোর্টের ভিত্তিতে প্রমাণ করেছে যে খুনের সময় উভয় অভিযুক্তই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।