আইনজীবী খুনে অভিযুক্ত ১ লক্ষ টাকার ইনামধারী অপরাধী নিহত, যোগীরাজ্যে জারি ‘অপারেশন ক্লিন’

উত্তরপ্রদেশ পুলিশের “অপারেশন ক্লিন”-এর অধীনে অপরাধীদের বিরুদ্ধে অভিযানে এক বড় সাফল্য পেল স্পেশাল টাস্ক ফোর্স (STF)। সাহারানপুরে এক রুদ্ধশ্বাস এনকাউন্টারে খতম হয়েছে কুখ্যাত অপরাধী সিরাজ আহমেদ ওরফে পাপ্পু। নিহত সিরাজের মাথার ওপর ১ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল। গোয়েন্দা সূত্রে খবর, সে ছিল মুখতার আনসারি ও মুন্না বজরঙ্গি গ্যাংয়ের এক বিশ্বস্ত শার্পশুটার।
সিরাজ এক অবসরপ্রাপ্ত সেনাকর্মীর ছেলে হওয়া সত্ত্বেও ২০০৬ সাল থেকে অপরাধের জগতে পা রাখে। গত কয়েক বছরে খুন, ডাকাতি এবং চাঁদাবাজির মাধ্যমে লখনউ ও সুলতানপুরে বিপুল সম্পত্তি গড়ে তুলেছিল সে। সুলতানপুরের বিশিষ্ট আইনজীবী আজাদ আহমেদকে প্রকাশ্য দিবালোকে গুলি করে খুনের ঘটনায় সিরাজই ছিল প্রধান অভিযুক্ত। বারবার জামিন পেয়ে অপরাধ চালিয়ে যাওয়া সিরাজের মৃত্যুতে আইনজীবী আজাদ আহমেদের পরিবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তাঁরা জানিয়েছেন, দেরিতে হলেও ন্যায়বিচার মিলেছে। পুলিশের দাবি, সিরাজের মৃত্যুর ফলে উত্তরপ্রদেশের সংগঠিত অপরাধ নেটওয়ার্কের একটি বড় স্তম্ভ ভেঙে পড়ল।