তালা ভেঙে সাফ সোনার দোকান, সিসিটিভি-তে কি ধরা পড়ল চোরেরা? লখনউতে হুলুস্থুল

উত্তর প্রদেশের লখনউতে পুলিশের নজরদারি নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল এক দুর্ধর্ষ চুরির ঘটনা। মালিহাবাদ থানা থেকে মাত্র ৫০ মিটার দূরে অবস্থিত ‘ফজল জুয়েলার্স’ নামক একটি নামী গয়নার দোকানকে লক্ষ্য করে প্রায় দেড় কোটি টাকার সোনা ও রূপা লুট করে চম্পট দিল চোরেরা। থানার এত কাছে এই ধরণের জঘন্য অপরাধ ঘটার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

দোকানের মালিক ফজল জানিয়েছেন, চোরেরা দোকানের শাটারের তালা ভেঙে ভেতরে ঢোকে। রবিবার সকালে তাঁর ভাগ্নে শাটার খোলা দেখে খবর দিলে তিনি দোকানে পৌঁছান। ভেতরে ঢুকে দেখেন, আলমারি এবং লকার খালি। মালিকের দাবি অনুযায়ী, প্রায় ২৫০ গ্রাম সোনা এবং ৫৫ কেজি রূপা চুরি হয়েছে, যার বাজারমূল্য প্রায় ১.৫ কোটি টাকা।

এডিসিপি গোপীনাথ সোনি জানিয়েছেন, খবর পাওয়ার পরেই মালিহাবাদ থানার পুলিশ, ক্রাইম ব্রাঞ্চ এবং ফিল্ড ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ডগ স্কোয়াড এনে তল্লাশি চালানো হচ্ছে এবং চোরদের শনাক্ত করতে আশেপাশের সমস্ত সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। লখনউ পুলিশের দাবি, খুব শীঘ্রই দুষ্কৃতীদের গ্রেফতার করা সম্ভব হবে।