পুলিশের পরীক্ষা দিতে যাওয়াই কাল হলো! স্বামী-সন্তানের চোখের সামনে লরির চাকায় পিষ্ট মা

স্বপ্ন ছিল পুলিশের চাকরিতে যোগ দিয়ে দেশের সেবা করবেন। কিন্তু সেই স্বপ্নপূরণের আগেই পিচ রাস্তায় রক্তে ভেসে গেল বছর পঁচিশের তরুণী মাধবী সরকারের জীবন। রবিবার সকালে জলপাইগুড়ির ঘুঘুডাঙা সাহাপাড়া এলাকায় দশ চাকার ট্রাকের নিচে পিষ্ট হয়ে মৃত্যু হলো এক মহিলা পুলিশ কনস্টেবল পরীক্ষার্থীর। চাঞ্চল্যকর এই দুর্ঘটনায় অলৌকিকভাবে রক্ষা পেয়েছে তাঁর চার বছরের শিশু কন্যা ও স্বামী।
জানা গিয়েছে, মাধবী দেবী ধূপগুড়ির শালবাড়িতে তাঁর নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। বাড়ি থেকে প্রায় ৭০ কিলোমিটার পথ বাইকে পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন দম্পতি। ঘুঘুডাঙা এলাকায় আচমকাই বাইকটি নিয়ন্ত্রণ হারালে মাধবী দেবী রাস্তায় ছিটকে পড়েন। সেই মুহূর্তেই পাশ দিয়ে যাওয়া একটি ঘাতক ট্রাক তাঁকে পিষে দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকটিকে আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে। খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে পাঠায়। অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায় জানিয়েছেন, লরির চালককে গ্রেফতার করা হয়েছে এবং ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। পরীক্ষার সকালে এই মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।