নেহরুর বিরোধিতায় চৌধুরী চরণের সাহসই ছিল কিষাণ শক্তির ভিত, দিল্লিতে কৃষিমন্ত্রীর স্মৃতিচারণ।

২০শে ডিসেম্বর নয়াদিল্লিতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আয়োজিত হলো “চৌধুরী চরণ সিং পুরস্কার ২০২৫ (দ্বিতীয় সংস্করণ)”। প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন চৌধুরী চরণ সিং-এর স্মৃতিতে আয়োজিত এই অনুষ্ঠানে কৃষি, সমাজসেবা, সাংবাদিকতা এবং গ্রামীণ উন্নয়নে অসামান্য অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তি ও সংস্থাকে সম্মানিত করা হয়। কিষাণ ট্রাস্টের সভাপতি ডঃ পারবীর সিং-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং বিশেষ অতিথি কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত চৌধুরী।
এবারের আসরে “কৃষিপ্রেনিউর অ্যাওয়ার্ড” নামে একটি নতুন বিভাগ চালু করা হয়েছে, যা কৃষি-উদ্যোক্তাদের উদ্ভাবনী ভাবনাকে স্বীকৃতি দেয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল চৌধুরী চরণ সিং-এর সাক্ষাৎকারের একটি এআই (AI) ভিডিও প্রদর্শন। শিবরাজ সিং চৌহান তাঁর ভাষণে বলেন, “চৌধুরী সাহেব ছিলেন গ্রাম ও গরিবের আশা। যখন নেহরুর বিরুদ্ধে কথা বলার সাহস কেউ দেখাতেন না, তখন তিনি কৃষকদের স্বার্থে জমিদারি প্রথা বাতিলের লড়াই লড়েছিলেন।”
জয়ন্ত চৌধুরী কৃষি বিজ্ঞানীদের প্রশংসা করে বলেন, বর্তমান সরকার ‘ভিবিজি আরএএমজি’ (VBG RAM G) প্রকল্পের মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধিতে সচেষ্ট। পুরস্কার প্রাপকদের তালিকায় ছিলেন রুক্মিণী ব্যানার্জি (সেবা রত্ন), হরবীর সিং (কালাম রত্ন), সত্যবান সবরওয়াল (কিষাণ পুরস্কার) এবং ডঃ দেবেন্দ্র যাদব। বিজয়ীরা একবাক্যে স্বীকার করেন যে, ২০৪৭ সালের উন্নত ভারতের স্বপ্ন বাস্তবায়নে চৌধুরী চরণ সিং-এর আদর্শই একমাত্র পথ।