“আরাবল্লী বাঁচলেই বাঁচবে দিল্লি!” পরিবেশ রক্ষায় জনজাগরণের ডাক অখিলেশ যাদবের

উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব সম্প্রতি আরাবল্লী পর্বতমালার গুরুত্ব এবং এর বর্তমান বিপন্ন দশা নিয়ে একটি দীর্ঘ পোস্ট করেছেন। তাঁর মতে, আরাবল্লী কেবল একটি পর্বতমালা নয়, এটি দিল্লি এবং এনসিআর (NCR) অঞ্চলের জন্য একটি প্রাকৃতিক ঢাল। অখিলেশ সতর্ক করে বলেছেন, আরাবল্লী ধ্বংস হলে দিল্লি তার সবুজায়ন হারাবে এবং বায়ু দূষণ আরও ভয়াবহ আকার ধারণ করবে।

অখিলেশ দিল্লির অর্থনৈতিক পতনের আশঙ্কা প্রকাশ করে লিখেছেন, যদি দূষণ এভাবে বাড়তে থাকে তবে উত্তর ভারতের বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র হিসেবে দিল্লির গুরুত্ব হারিয়ে যাবে। পর্যটক আসা বন্ধ হবে, বড় কোনো ক্রীড়া অনুষ্ঠান বা সাহিত্য সম্মেলন হবে না, এমনকি মানুষ দিল্লিতে আত্মীয়তার সম্পর্ক গড়তেও দুবার ভাববে। তিনি অভিযোগ করেন, বিজেপি সরকার অবৈধ খননকে বৈধ করার মাধ্যমে আরাবল্লীকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। এই ‘নোংরা রাজনীতি’র বিরুদ্ধে এবং নিজের জীবন বাঁচাতে প্রতিটি নাগরিককে ‘আরাবল্লী বাঁচাও’ অভিযানে শামিল হওয়ার আবেদন জানিয়েছেন তিনি।