‘তৃণমূলের দয়ায় নেই মতুয়ারা!’ নীরবতা ভেঙে বাংলায় বড় বার্তা মোদীর, অনুপ্রবেশ নিয়ে চরম হুঁশিয়ারি

শনিবার আবহাওয়ার কারণে রানাঘাটের তাহেরপুরে সশরীরে উপস্থিত হতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দর থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখলেও মতুয়াদের সিএএ (CAA) সংক্রান্ত আতঙ্ক নিয়ে সেভাবে কিছু না বলায় তৃণমূলের পক্ষ থেকে ‘বিশ্বাসঘাতকতার’ অভিযোগ তোলা হয়েছিল। তবে সেই বিতর্ক থামিয়ে রাতেই নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে নিপাট বাংলায় মতুয়া ও নমঃশূদ্র পরিবারের প্রতি নিজের দায়বদ্ধতা ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী।

তিনি স্পষ্ট লেখেন, “মতুয়ারা তৃণমূলের অনুগ্রহে এখানে নেই। সিএএ-র মাধ্যমে তাঁরা সম্মানের সঙ্গে ভারতে বসবাসের অধিকার পেয়েছেন।” পাশাপাশি অনুপ্রবেশকারী ইস্যুতে তৃণমূল সরকারকে তোপ দেগে মোদী হুঁশিয়ারি দেন যে, রাজ্যে বিজেপি সরকার গঠিত হলেই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। তাঁর দাবি, তৃণমূল সরকার সেই অনুপ্রবেশকারীদের রক্ষা করছে যারা রাজ্যের গরিব মানুষকে লুট করছে ও নারীদের ওপর অত্যাচার চালাচ্ছে।

রাজ্যের প্রতি বঞ্চনার অভিযোগ উড়িয়ে মোদী জানান, কেন্দ্র ৫২ লক্ষ বাড়ি মঞ্জুর করেছে এবং এক কোটির বেশি পরিবার ‘জল জীবন মিশন’-এর সুবিধা পেয়েছে। রাজ্যে ক্ষমতায় এলে এই উন্নয়নের গতি আরও বৃদ্ধি পাবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।