উত্তপ্ত বাংলাদেশ, সিলেটের উপ-হাইকমিশনে কড়া নিরাপত্তা, দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডে গ্রেফতার ১০

শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে অস্থিরতা অব্যাহত। শনিবারের পর রবিবার বড় কোনো নতুন সহিংসতার খবর না পাওয়া গেলেও পরিস্থিতি থমথমে। বিশেষ করে সিলেটের ভারতীয় উপ-হাইকমিশনারের বাসভবন ও ভিসা কেন্দ্রগুলোর নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। হাদির সংগঠন ‘ইনকিলাব মঞ্চ’ উপ-হাইকমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করায় কোনো ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। অতিরিক্ত ডেপুটি কমিশনার সরিফুল ইসলাম জানিয়েছেন, কোনো ‘তৃতীয় পক্ষ’ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্যই এই বাড়তি সতর্কতা।

অন্যদিকে, ময়মনসিংহের ভালুকায় হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে (২৭) পিটিয়ে হত্যা ও পুড়িয়ে দেওয়ার ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করেছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে, র‍্যাব ৭ জনকে এবং পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। ধর্মীয় অবমাননার ভিত্তিহীন অভিযোগে এই নৃশংস হত্যাকাণ্ডের পর থেকেই ওপার বাংলার সংখ্যালঘুরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

হাদির মৃত্যুর পর থেকে বাংলাদেশের একটি বড় অংশের মধ্যে ভারত-বিরোধী মনোভাব তীব্রতর হচ্ছে। ভারতীয় কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে দিল্লি প্রতিনিয়ত ঢাকা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে। আওয়ামী লীগের হিন্দু সমর্থককে পুড়িয়ে মারার ঘটনা এই উত্তেজনায় ঘৃতাহুতি দিয়েছে, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও অস্থিরতা তৈরি করছে।