সঙ্ঘের প্রচারক থেকে বঙ্গ বিজেপির সেনাপতি! কে এই শমীক ভট্টাচার্য? জানুন তাঁর রাজনৈতিক সফর

দক্ষিণ হাওড়ার সাধারণ সম্পাদক থেকে আজ পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি— শমীক ভট্টাচার্যের উত্তরণ কোনো জাদুবলে নয়, বরং কয়েক দশকের কঠোর পরিশ্রমের ফসল। ১৯৭১ সাল থেকে আরএসএস-এর একনিষ্ঠ প্রচারক এবং ১৯৮০ সালে বিজেপির জন্মের সময় থেকেই দলের সঙ্গে যুক্ত এই প্রবীণ নেতা এখন ছাব্বিশের ভোটের প্রধান কান্ডারি। রাজ্য সভাপতি হওয়ার পর থেকেই তিনি যে কেবল কট্টর হিন্দুত্ব নয়, বরং মুসলিম ভোটব্যাঙ্ককেও কাছে টানতে আগ্রহী, তা তাঁর সাম্প্রতিক বার্তার মাধ্যমেই স্পষ্ট।
শিক্ষাগত যোগ্যতা ও শুরুর দিনগুলি: অনেকেই জানতে আগ্রহী এই সুবক্তা ও সুপণ্ডিত নেতার শিক্ষাগত যোগ্যতা কত? হলফনামা অনুযায়ী, শমীক ভট্টাচার্য স্নাতক স্তর (B.A.) পর্যন্ত পড়াশোনা করেছেন। ১৯৮৮ সালে কলকাতার প্রখ্যাত সুরেন্দ্রনাথ কলেজ থেকে তিনি বিএ পাশ করেন। এরপর প্রায় ১১ বছর যুব মোর্চার রাজ্য সম্পাদক এবং ৩ দফায় রাজ্য বিজেপির সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলেছেন তিনি।
রাজনৈতিক চড়াই-উতরাই: তাঁর রাজনৈতিক কেরিয়ারে জয় এবং পরাজয়— দুইয়েরই স্বাদ পেয়েছেন তিনি। ২০১৪ সালে বসিরহাট দক্ষিণ কেন্দ্র থেকে উপনির্বাচনে জয়ী হয়ে তিনি বিধানসভায় পা রাখেন। বাদল ভট্টাচার্যের পর তিনিই ছিলেন বাংলার বিজেপির দ্বিতীয় বিধায়ক। তবে পরবর্তীকালে ২০১৬ ও ২০২১-এর বিধানসভা এবং ২০১৯-এর লোকসভা নির্বাচনে তাঁকে হারের মুখ দেখতে হয়েছিল। কিন্তু অভিজ্ঞতার জোরে ২০২৪ সালের ৪ এপ্রিল তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন। ২০১৯ সাল থেকে দলের প্রধান মুখপাত্র হিসেবে রাজ্য রাজনীতিতে তাঁর সাহিত্য ও ইতিহাসবোধ বারবার প্রশংসিত হয়েছে।