১৪ বছরের সংসার তছনছ! মগরায় প্রেমিকের হাতে স্বামী খুন, কাঠগড়ায় স্ত্রী ও তাঁর বলাগড়ের প্রেমিক

স্ত্রীর পরকীয়া সম্পর্কের জেরে প্রাণ গেল স্বামীর। দীর্ঘদিনের বিবাদ শেষমেশ রূপ নিল নৃশংস হত্যাকাণ্ডে। হুগলির মগরা থানার শেরপুর এলাকায় প্রসেনজিৎ দাস (৩৬) নামে এক যুবককে ছুরি মেরে খুনের অভিযোগ উঠল তাঁরই স্ত্রী রত্না দাসের প্রেমিক সুব্রত ভক্তর বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় ও পরিবার সূত্রে খবর, প্রসেনজিৎ ও রত্নার দীর্ঘ ১৪ বছরের বিবাহিত জীবন এবং তাঁদের একটি সন্তানও রয়েছে। তবে গত কয়েক বছর ধরে বলাগড়ের নিত্যানন্দপুরের বাসিন্দা সুব্রতর সঙ্গে বিবাহ-বর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েন রত্না। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মত্ত অবস্থায় প্রসেনজিতের বাড়িতে চড়াও হয় সুব্রত। প্রসেনজিতের ভাইকে মারধর করতে দেখে বাধা দিতে যান প্রসেনজিৎ। অভিযোগ, সেই সময়ই পকেট থেকে ছুরি বের করে প্রসেনজিতের ওপর ঝাঁপিয়ে পড়ে সুব্রত এবং এলোপাথাড়ি কোপাতে থাকে।
রক্তাক্ত অবস্থায় প্রসেনজিৎকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রসেনজিতের মা ও বোনের সরাসরি অভিযোগ, এই খুনের নেপথ্যে রত্নার পূর্ণ মদত রয়েছে। তিনি নিজেই প্রেমিককে দিয়ে স্বামীকে সরিয়ে দিয়েছেন। মগরা থানার পুলিশ অভিযুক্ত সুব্রত ভক্তকে আটক করেছে এবং রত্নাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ১৪ বছরের সম্পর্কের এমন রক্তক্ষয়ী পরিণতিতে শোকস্তব্ধ গোটা শেরপুর।