ইতিহাস গড়লেন বার্থডে বয় এমবাপে! রিয়ালের জার্সিতে এক বছরে ৫৯ গোল, স্পর্শ করলেন আইডল রোনাল্ডোর রেকর্ড

রিয়াল মাদ্রিদের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে খোদাই করলেন কিলিয়ান এমবাপে। নিজের ২৭-তম জন্মদিনে সেভিয়ার বিরুদ্ধে গোল করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এক অসামান্য রেকর্ড স্পর্শ করলেন এই ফরাসি তারকা। ২০১৩ সালে রিয়ালের জার্সিতে এক ক্যালেন্ডার বছরে ৫৯টি গোল করেছিলেন সিআর সেভেন (CR7)। শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে পেনাল্টি থেকে গোল করে ২০২৫ সালে নিজের ৫৯-তম গোলটি পূর্ণ করলেন এমবাপে।

ম্যাচে জুড বেলিংহ্যামের গোলে রিয়াল এগিয়ে থাকলেও, আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন এমবাপে। ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করার পর তিনি তাঁর আদর্শ রোনাল্ডোর আইকনিক ‘সিউউ’ (Siuuu) সেলিব্রেশন নকল করে গ্যালারিকে মাতিয়ে তোলেন। ম্যাচ শেষে এমবাপে বলেন, “অবিশ্বাস্য অনুভূতি! প্রথম বছরেই ক্রিশ্চিয়ানোর রেকর্ড ছোঁয়া স্বপ্নের মতো। ও আমার আদর্শ এবং এখন বন্ধুও। ও আমাকে মাদ্রিদে মানিয়ে নিতে অনেক পরামর্শ দিয়েছে, তাই এই সেলিব্রেশনটা ছিল ওর জন্যই।”

২০২৪-এর মাঝামাঝি পিএসজি ছেড়ে স্পেনে আসার পর প্রথম পূর্ণ ক্যালেন্ডার বছরেই এমবাপে প্রমাণ করলেন কেন তাঁকে বর্তমান বিশ্বের অন্যতম সেরা ধরা হয়। রোনাল্ডোর রেকর্ড ছোঁয়ার পাশাপাশি রিয়ালকে লা লিগার পয়েন্ট টেবিলে সুবিধাজনক স্থানে রাখতেও বড় ভূমিকা নিচ্ছেন তিনি।