‘হিন্দু হওয়া কি অপরাধ?’ বাংলাদেশে দীপু দাসের ওপর বর্বরতায় উত্তাল শিলিগুড়ি, পুড়ল ইউনুসের কুশপুত্তলিকা

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর চলা লাগামহীন নৃশংসতা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে এবার রণক্ষেত্রের রূপ নিল শিলিগুড়ির রাজপথ। বাংলাদেশে দীপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবকের ওপর চলা অমানবিক নির্যাতনের আঁচ এসে পড়ল উত্তরবঙ্গে। রবিবার হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে শিলিগুড়িতে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিল শেষে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা।
অভিযোগ উঠেছে, বাংলাদেশে শুধুমাত্র হিন্দু পরিচয়ের কারণে দীপু চন্দ্র দাসের বিরুদ্ধে নবীকে অবমাননার সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তোলা হয়। এরপরই জনসমক্ষে তাঁর ওপর যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে, তার ভিডিও দেখে শিউরে উঠেছে গোটা বিশ্ব। হিন্দু জাগরণ মঞ্চের দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ওপার বাংলায় হিন্দুদের অস্তিত্ব মিটিয়ে দেওয়ার এক পরিকল্পিত ষড়যন্ত্র।
শিলিগুড়ির মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগান তোলেন— ‘বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ করো’। সংগঠনের নেতৃত্বের হুঁশিয়ারি, আন্তর্জাতিক মহল যেন অবিলম্বে এই ঘটনায় হস্তক্ষেপ করে এবং অপরাধীদের কঠোর শাস্তির ব্যবস্থা করে। ইউনুস সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে তাঁরা জানান, ওপার বাংলায় হিন্দুদের জানমালের নিরাপত্তা না ফেরা পর্যন্ত এই আন্দোলন থামবে না।