অষ্টম বেতন কমিশন নিয়ে বড় সুখবর! ২০২৫-এ অবসর নিলেও কি মিলবে কোটি টাকার বকেয়া?

২০২৫ সাল শেষের পথে, আর মাত্র কয়েকদিন পরই নতুন বছর ২০২৬-এর আগমন। এই আবহে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে তুঙ্গে উত্তেজনা। কারণ, সপ্তম বেতন কমিশনের মেয়াদ ফুরিয়ে অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) পথ চলা শুরু হওয়ার সময় আসন্ন। তবে যারা ২০২৫ সালে অবসর নিচ্ছেন বা নিয়েছেন, তাঁদের মনে একটা বড় প্রশ্ন— তাঁরা কি নতুন কমিশনের সুবিধা পাবেন?

উত্তরটি হল, হ্যাঁ। ২০২৫ সালে অবসর নিলেও হতাশ হওয়ার কিছু নেই। সরকারি নিয়ম অনুযায়ী, নতুন বেতন কমিশন কার্যকর হলে তার সুফল শুধুমাত্র কর্মরত কর্মীদের ওপর নয়, অবসরপ্রাপ্তদের পেনশনের ওপরও পড়ে। অর্থ মন্ত্রক ইতিমধ্যেই ২০২৫ সালের নভেম্বরে অষ্টম বেতন কমিশনের খসড়া রিপোর্ট জমা দেওয়ার জন্য ১৮ মাস সময় দিয়েছে। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এই নতুন কাঠামো কার্যকর হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

সবচেয়ে বড় আকর্ষণ হল বকেয়া বা অ্যারিয়ার্স। ২০২৬ সাল থেকে নয়া বেতন কাঠামোর সুপারিশ বাস্তবায়ন হওয়ার মধ্যবর্তী সময়ের জন্য আপনি পুরো বকেয়া টাকা পাবেন। এই অঙ্ক লক্ষাধিক টাকা পর্যন্ত হতে পারে, যা সরাসরি আপনার পেনশন অ্যাকাউন্টে জমা হবে। এর ফলে পেনশনভোগীদের নতুন করে কোনো অফিসে দৌড়াদৌড়ির প্রয়োজন হবে না। সরকারের এই সিদ্ধান্তে কয়েক লক্ষ অবসরপ্রাপ্ত কর্মচারী আর্থিকভাবে লাভবান হবেন।