বিচ্ছেদের পর থাইল্যান্ডে উদ্দাম নবনীতা! সাগরের নীল জলে ‘রেড হট’ বিকিনিতে কাঁপালেন জীতুর প্রাক্তন।

টেলিপাড়ার অন্যতম ‘স্মার্ট জোড়ি’ জীতু কমল ও নবনীতা দাসের বিচ্ছেদ আজও ভক্তদের মনে এক বড় ক্ষত। তবে জীবন যে থেমে থাকে না, তা নিজের ভঙ্গিতেই বুঝিয়ে দিচ্ছেন নবনীতা। আইনি বিচ্ছেদের পর বর্তমানে জীতুর ঘরনি পরিচয় ছেড়ে নিজের মতো করে বাঁচার স্বাদ নিচ্ছেন তিনি। এবার থাইল্যান্ডের নীল জলরাশি আর সাদা বালুর সৈকতে লাল বিকিনিতে লাস্যময়ী অবতারে ধরা দিলেন এই অভিনেত্রী।

কখনও সমুদ্রের নোনা জলে নিজেকে সঁপে দিচ্ছেন, কখনও আবার সুইমিং পুলের নীল জলে গা ভিজিয়ে ক্যামেরায় পোজ দিচ্ছেন নবনীতা। জীতুর সঙ্গে ঘর ভাঙার পর তাঁর জীবন নিয়ে নানা জল্পনা চললেও, অভিনেত্রী বুঝিয়ে দিয়েছেন তিনি এখন মুক্ত বিহঙ্গ। তাঁর এই ‘বোল্ড’ ভোলবদল দেখে নীতিপুলিশরা তাঁকে বিঁধতে ছাড়েননি, বিশেষ করে ‘মা তারা’ চরিত্রের ইমেজ টেনে এনে চলেছে কুরুচিকর মন্তব্য। তবে নবনীতা সাফ জানিয়ে দিয়েছেন, ট্রোলিংকে তিনি পাত্তা দিতে নারাজ।

থাইল্যান্ডের এই ট্রিপে নবনীতার সঙ্গী তাঁর পরিবার। অন্যদিকে, প্রাক্তন স্বামী জীতু কমলের নামে ওঠা সাম্প্রতিক বিতর্ক নিয়েও মুখ খুলেছেন তিনি। দিতিপ্রিয়ার সঙ্গে জীতুর মনোমালিন্যের খবর চাউর হতেই জীতুর হয়ে ঢাল ধরেন নবনীতা। তাঁর দাবি, জীতু অত্যন্ত পেশাদার এবং তাঁর চরিত্রে কোনো খুঁত নেই। বিচ্ছেদ হয়ে গেলেও প্রাক্তনের প্রতি এই সম্মান ও নিজের জীবনের নতুন উজান— দুই মিলিয়েই এখন চর্চার তুঙ্গে নবনীতা দাস।