বিজেপি অফিসে কেন যাচ্ছে বিহারি নম্বর প্লেটের বাইক? স্টেশনে বিক্ষোভ তৃণমূলের, তুঙ্গে রাজনৈতিক তরজা

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই বর্ধমান স্টেশনে বিহার থেকে আসা ৫৫টি বাইক ঘিরে শুরু হল রাজনৈতিক মহাপ্রলয়। শনিবার বিহারের রাজেন্দ্রনগর থেকে ওই রাজ্যের নম্বর প্লেট যুক্ত এই বাইকগুলি বর্ধমান রেল স্টেশনের পার্সেল অফিসে পৌঁছায়। বাইকগুলি বর্ধমান জেলা বিজেপি অফিসের ঠিকানায় জনৈক সুনীল গুপ্তার নামে পাঠানো হয়েছে শুনেই বিক্ষোভে ফেটে পড়ে তৃণমূল কংগ্রেস।
তৃণমূল বিধায়ক খোকন দাসের নেতৃত্বে রেল স্টেশনের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন শাসকদলের কর্মী-সমর্থকরা। তৃণমূলের অভিযোগ, ভোটের আগে এই ভিনরাজ্যের বাইক ব্যবহার করে অপরাধীদের রাজ্যে ঢোকানোর পরিকল্পনা করছে বিজেপি। বিধায়ক খোকন দাস সরাসরি আরপিএফ (RPF) অফিসে গিয়ে স্পষ্ট জানিয়ে দেন, সঠিক তথ্য এবং নথি না পাওয়া পর্যন্ত এই বাইকগুলি স্টেশন চত্বর থেকে বের করতে দেওয়া হবে না।
পাল্টা জবাবে বিজেপির জেলা সাধারণ সম্পাদক দেবজ্যোতি সিংহ রায় বলেন, “তৃণমূল হারার ভয়ে ভুল বকছে।” তাঁর দাবি, অল ইন্ডিয়া রেজিস্ট্রেশন থাকা এই বাইকগুলি দলের হোল-টাইমার কর্মীদের কাজের সুবিধার জন্যই আনা হয়েছে। বিহারের নির্বাচনের পর এখন বাংলার নির্বাচনের প্রস্তুতির জন্য রাঢ়বঙ্গ জোনের অফিস হিসেবে বর্ধমানে বাইকগুলি রাখা হচ্ছে। প্রশাসনের কাছে সমস্ত বৈধ নথিপত্র জমা দেওয়া হয়েছে বলেও দাবি গেরুয়া শিবিরের।