রক্তে ভাসল জোহানেসবার্গ! রাস্তায় দাঁড়িয়েই এলোপাথাড়ি গুলি বন্দুকবাজের, মৃত অন্তত ১০।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ফের বন্দুকবাজের ভয়াবহ তাণ্ডব। জনবহুল রাস্তায় সাধারণ মানুষকে লক্ষ্য করে এক বন্দুকধারী এলোপাথাড়ি গুলি চালানোয় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। সংবাদসংস্থা সূত্রে খবর, জোহানেসবার্গের ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বেকারসডাল (Bakersdall) এলাকায় এই বীভৎস ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, কোনো কিছু বুঝে ওঠার আগেই এক বন্দুকধারী গুলি চালাতে শুরু করে, যার জেরে মুহূর্তের মধ্যে রাস্তার ওপর লুটিয়ে পড়েন সাধারণ পথচারীরা।

উল্লেখ্য, বিশ্বজুড়ে বন্দুকবাজদের এই দৌরাত্ম্য চরম উদ্বেগ বাড়াচ্ছে। মাত্র কয়েক দিন আগেই অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে ইহুদিদের ধর্মীয় উৎসব ‘Hanukkah’-এর প্রথম দিনে দুই বন্দুকবাজের হামলায় ১৫ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনাকে ইতিমধ্যেই ‘জঙ্গি হামলা’ বলে ঘোষণা করেছে অস্ট্রেলিয়া পুলিশ। সেই রেশ কাটতে না কাটতেই এবার দক্ষিণ আফ্রিকায় একই ধাঁচের হামলা চালাল দুষ্কৃতীরা।

তবে জোহানেসবার্গে এই ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ নতুন নয়। ২০২২ সালের জুলাই মাসেও সোয়েতো টাউনশিপের একটি বারে বন্দুকবাজের হামলায় ১৪ জনের মৃত্যু হয়েছিল। বারবার কেন এই ধরনের হামলা ঘটছে এবং এর পেছনে কোনো নির্দিষ্ট জঙ্গি সংগঠনের হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে দক্ষিণ আফ্রিকা পুলিশ।