ইংল্যান্ডকে উড়িয়ে অ্যাশেজ পুনরুদ্ধার অজিদের! অ্যাডিলেডে দাপুটে জয় প্যাট কামিন্সদের

প্রথম দুই টেস্টে আট উইকেটে জয় আর তৃতীয় ম্যাচে ৮২ রানের বিশাল ব্যবধান— অ্যাডিলেড ওভালে ইংল্যান্ডের দর্প চূর্ণ করে তিন ম্যাচ বাকি থাকতেই অ্যাশেজ (২০২৫-২৬) নিশ্চিত করল অস্ট্রেলিয়া। রবিবার অ্যাডিলেড ওভালের গ্যালারি যখন অজিদের জয়ে গর্জন করছে, তখন মাঠ ছাড়ছেন হতাশ বেন স্টোকসরা। গতবারের জয়ী অস্ট্রেলিয়া এই সিরিজ জিতে ট্রফি নিজেদের দখলেই রেখে দিল।
ম্যাচের শুরু থেকেই দাপট ছিল স্বাগতিকদের। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে উসমান খাজার ৮২ এবং অ্যালেক্স কেরির ১০৬ রানে ভর করে প্রথম ইনিংসে ৩৭১ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে ২৮৬ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসে ফের ব্যাটিং বিপর্যয়ে পড়ার আগে ট্রেভিস হেডের বিধ্বংসী ১৭০ রান এবং কেরির ঝোড়ো ৭২ রান অস্ট্রেলিয়াকে চালকের আসনে বসিয়ে দেয়। ৪৩৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৩৫২ রানে।
দলের এই জয়ে প্রধান কারিগর উইকেটকিপার ব্যাটার অ্যালেক্স কেরি, যিনি দুই ইনিংসেই ব্যাট হাতে অনবদ্য ছিলেন এবং ‘ম্যাচের সেরা’ নির্বাচিত হয়েছেন। বল হাতে দুই ইনিংসেই আগুন ঝরিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং নাথান লিয়ন। ইংল্যান্ডের হয়ে জ্যাক ক্রলি (৮৫) ও জেমি স্মিথ (৬০) লড়াই করলেও দলগত ব্যর্থতার কারণে সিরিজ হার বাঁচাতে ব্যর্থ হল থ্রি-লায়ন্সরা।