রবিবার কলকাতায় ম্যারাথনের মহারণ! বন্ধ রেড রোড-সহ একাধিক রাস্তা, বেরোনোর আগে রুট দেখে নিন

শীতের আমেজ মাখা ছুটির রবিবারে কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে বর্ণাঢ্য ম্যারাথন। এই মেগা ইভেন্টকে কেন্দ্র করে তিলোত্তমার রাজপথে ২১ ডিসেম্বর ভোর থেকে দুপুর ১টা পর্যন্ত ব্যাপক যান নিয়ন্ত্রণ জারি করেছে কলকাতা ট্রাফিক পুলিশ। রেড রোড শনিবার রাত ১১টা থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে। আজ দুপুর পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় সাধারণ যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ বা ডাইভার্ট করা হয়েছে।
পুলিশি নির্দেশিকা অনুযায়ী, আজ দুপুর ১টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু, খিদিরপুর রোড, এজেসি বোস রোড এবং জেএল নেহেরু রোডে মালবাহী গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ। এছাড়া লেনিন সরণি, পার্ক স্ট্রিট, রাসবিহারী অ্যাভিনিউ ও বালিগঞ্জ সার্কুলার রোডে ট্রাম পরিষেবাও সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। ম্যারাথনের জন্য হসপিটাল রোড, ডাফরিন রোড, আউটরাম রোড এবং কুইন্স ওয়ে সম্পূর্ণ বন্ধ থাকছে।
দক্ষিণ কলকাতার যাতায়াতেও রদবদল আনা হয়েছে। গড়িয়াহাট ফ্লাইওভারের শুধুমাত্র পূর্ব দিক দিয়ে উত্তরমুখী যান চলবে এবং এসপি মুখার্জি রোডের দক্ষিণমুখী গাড়িগুলিকে হাজরা মোড় থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। বেহালা ও হাওড়াগামী বাসের রুটও পরিবর্তন করা হয়েছে। ভোগান্তি এড়াতে কলকাতা পুলিশের পরামর্শ, আজ অপ্রয়োজনীয় যাত্রা এড়িয়ে বিকল্প হিসেবে ব্যান্ডেল রোড বা সুইনহো স্ট্রিট ব্যবহার করুন।