পরকীয়ার কাঁটা সরাতে স্বামীকে খু*ন! মগরায় বৌদির প্রেমিকের হাতে দাদাকে মরতে দেখে চিৎকার বোনের

স্ত্রীর পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করাই কাল হলো স্বামীর। হুগলি জেলার মগরায় বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে প্রাণ হারালেন ৩৬ বছর বয়সী প্রসেনজিৎ দাস। অভিযোগ, স্ত্রীর প্রেমিকের ছুরির আঘাতেই মৃত্যু হয়েছে তাঁর। এই ঘটনাকে কেন্দ্র করে মগরার শেরপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত সুব্রত ভক্তকে আটক করেছে মগরা থানার পুলিশ।

পেশায় সাটারিং কর্মী প্রসেনজিতের সঙ্গে রত্না দাসের ১৪ বছরের বিবাহিত জীবন। তাঁদের একটি সন্তানও রয়েছে। তবে গত কয়েক বছর ধরে রত্নার সঙ্গে বলাগড় নিত্যানন্দপুরের বাসিন্দা সুব্রতর প্রেম চলছিল। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত। পরিবারের দাবি, ঘটনার দিন সন্ধ্যায় মদ্যপ অবস্থায় প্রসেনজিতের বাড়িতে চড়াও হয় সুব্রত। প্রসেনজিৎ কাজ থেকে ফিরতেই দুজনের মধ্যে বচসা শুরু হয় এবং সেই সময় আচমকাই প্রসেনজিতের বুকে ছুরি চালিয়ে দেয় অভিযুক্ত।

রক্তাক্ত অবস্থায় প্রসেনজিৎকে মগরা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। নিহতের বোন সরাসরি অভিযোগ করেছেন যে, তাঁর বৌদি রত্নাই পরিকল্পনা করে প্রেমিককে দিয়ে দাদাকে খুন করিয়েছেন। মগরা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই হত্যাকাণ্ডে স্ত্রীর ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।