“মেসি ইভেন্টের কলঙ্কিত অধ্যায়ে ডুবল বাংলার মুখ!” তৃণমূলকে তুলোধোনা করে বিষ্ফোরক দিলীপ ঘোষ

কলকাতায় বিশ্বফুটবলের মহাতারকা লিওনেল মেসির নামাঙ্কিত অনুষ্ঠানে ঘটে যাওয়া বিশৃঙ্খলা ও বিতর্ক নিয়ে এবার রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর সাফ কথা, এই কেলেঙ্কারির জেরে গোটা দেশের সামনে বাংলার ভাবমূর্তি ধুলোয় মিশে গিয়েছে। বাঙালির ফুটবল আবেগ নিয়ে রাজনীতি করার অভিযোগে তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি।

দিলীপ ঘোষের অভিযোগ, ফুটবল বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু শাসকদলের একাধিক প্রভাবশালী নেতা ও তাঁদের ঘনিষ্ঠরা নিজেদের স্বার্থে আন্তর্জাতিক স্তরের এক তারকার নাম ব্যবহার করে এই নোংরামি করেছেন। তিনি বলেন, “তৃণমূলের নেতারাই যে এই পুরো ঘটনার মাস্টারমাইন্ড, তা আজ ধীরে ধীরে জনসমক্ষে আসছে। সংগঠক থেকে শুরু করে উপস্থিত মন্ত্রী—সবাইকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে।”

বিজেপি নেতার দাবি, বিষয়টিকে কোনওভাবেই ধামাচাপা দেওয়া চলবে না এবং অবিলম্বে এর নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। তাঁর মতে, প্রশাসন জেনেবুঝেও চোখ বন্ধ করে ছিল যাতে দলের নেতাদের আড়াল করা যায়। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করে পালটা দাবি করেছে যে, বিজেপি হারানো জনভিত্তি ফিরে পেতে অকারণে রাজনৈতিক রং চড়াচ্ছে।