ফ্লাইওভারে রুদ্ধশ্বাস অভিযান! নেপালের গাড়িতে মিলল হাতির দাঁত, শিলিগুড়িতে গ্রেফতার আন্তর্জাতিক পাচারকারী

শিলিগুড়ির ‘চিকেন নেক’ করিডোর ব্যবহার করে আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচার রুখে দিল বনদপ্তরের ঘোষপুকুর রেঞ্জ। গোপন সূত্রে খবর পেয়ে বাগডোগরা-শিলিগুড়ি এশিয়ান হাইওয়ে ফ্লাইওভারে ওত পেতে বসেছিলেন বনকর্মীরা। সেখানে নেপাল নম্বরের একটি চারচাকা গাড়ি আটক করতেই উদ্ধার হয় বিশালাকার একটি হাতির দাঁত।

বন দপ্তর সূত্রে খবর, উদ্ধার হওয়া হাতির দাঁতটি ৩৫ সেন্টিমিটার লম্বা এবং এর ওজন ১ কেজি ১০৫ গ্রাম। এই পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নেপালের গণেশ বাসফোর এবং শিলিগুড়ির কমল আগরওয়ালকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। কার্শিয়াং ডিভিশনের এডিএফও রাহুল দেব মুখার্জি জানান, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের শিকড় খোঁজার চেষ্টা চলছে।

শীতের মরশুমে নেপাল সীমান্ত এবং শিলিগুড়িকে করিডোর হিসেবে ব্যবহার করে বন্যপ্রাণীর দেহাংশ পাচারের চেষ্টা বেড়ে যায়। সেই সম্ভাবনা আঁচ করেই ঘোষপুকুর রেঞ্জারের নেতৃত্বে বিশেষ টিম গঠন করা হয়েছিল। ধৃতদের আজই শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। এই চক্রে আর কোন বড় মাথা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।