জম্মুতে ভয়াবহ দুর্ঘটনা, পিকনিক থেকে ফেরার পথে উল্টে গেল স্কুল বাস, আহত ৩৫ পড়ুয়া!

জম্মুর বীশনাহ এলাকার রিং রোডে এক ভয়াবহ পথ দুর্ঘটনার শিকার হলো এক স্কুল বাস। পিকনিক সেরে ফেরার পথে আনন্দঘন পরিবেশ মুহূর্তে বিষাদে পরিণত হয় যখন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে সজোরে ধাক্কা মেরে উল্টে যায়। এই মর্মান্তিক ঘটনায় বাসে থাকা ৩৫ জন শিক্ষার্থী আহত হয়েছে, যা স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুদের উদ্ধার করে। আহতদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকদের মতে, অধিকাংশ পড়ুয়ার অবস্থা স্থিতিশীল থাকলেও বেশ কয়েকজনের চোট গুরুতর। উন্নত চিকিৎসার প্রয়োজনে গুরুতর আহতদের এআইআইএমএস (AIIMS) বিজয়পুরে স্থানান্তরিত করা হয়েছে।

প্রশাসন এই ঘটনার প্রকৃত কারণ জানতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, অতিরিক্ত গতি বা চালকের অসতর্কতার কারণেই বাসটি ডিভাইডারে ধাক্কা মারে। স্কুল বাসগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। এই দুর্ঘটনা সড়ক নিরাপত্তা এবং স্কুল বাস পরিচালনার ক্ষেত্রে পুনরায় বড়সড় প্রশ্নচিহ্ন খাড়া করে দিয়েছে।