১০০ দিনের কাজে গান্ধীর নাম মোছায় পালটা জবাব! বাংলায় নব্য ‘মহাত্মাশ্রী’ প্রকল্পের আত্মপ্রকাশ।

কেন্দ্র-রাজ্য সংঘাতের আবহে এবার নতুন মাত্রা যোগ করল মহাত্মা গান্ধীর নাম। সংসদে ‘মনরেগা’ (MGNREGA) প্রকল্পের নাম বদলে ‘ভিবি জি রাম জি’ (VB Ji Ram Ji) করার প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের এই পদক্ষেপকে ‘জাতির পিতার অপমান’ বলে তোপ দাগার পর, এবার পালটা চাল দিল নবান্ন। রাজ্যের নিজস্ব প্রকল্প ‘কর্মশ্রী’র নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘মহাত্মাশ্রী’।
সম্প্রতি শীতকালীন অধিবেশনে কেন্দ্রের ‘জিরামজি বিল’ পাশ হওয়ার পর থেকেই সরগরম জাতীয় রাজনীতি। কেন্দ্রের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে সোনিয়া গান্ধী একে ‘কালো আইন’ বলে তোপ দেগেছেন। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, কেন্দ্র সম্মান না দিলেও রাজ্য গান্ধীজিকে যোগ্য সম্মান দেবে। সেই প্রতিশ্রুতি মেনেই ‘কর্মশ্রী’ প্রকল্পের নাম বদলে ‘মহাত্মাশ্রী’ করার প্রস্তাব দেয় রাজ্য সরকার, যাতে সম্প্রতি সায় দিয়েছেন রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস।
রাজ্য সরকারের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী অর্থবর্ষ থেকেই ‘মহাত্মাশ্রী’ নাম কার্যকর হবে। তবে নাম বদলালেও নিয়মাবলীতে বিশেষ পরিবর্তন হচ্ছে না। যাদের কাছে পুরনো জব কার্ড রয়েছে, তাঁরাই এই প্রকল্পের আওতায় কাজ পাবেন। মূলত দরিদ্র মানুষের ১০০ দিনের কাজের নিশ্চয়তা দিতেই এই মাস্টারস্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী, যা কেন্দ্রের বিরুদ্ধে একপ্রকার রাজনৈতিক প্রতিবাদ হিসেবেই দেখছে ওয়াকিবহাল মহল।