পটাশপুরে বড়সড় ভাঙন! তৃণমূল ছেড়ে পদ্ম শিবিরে একঝাঁক কর্মী, ভোটের মুখে চাপে শাসকদল?

পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে রাজনৈতিক সমীকরণ এক ধাক্কায় বদলে গেল। পটাশপুরে তৃণমূল শিবিরে বড়সড় ভাঙন ধরিয়ে বিজেপিতে যোগদান করলেন ৯ জন সক্রিয় কর্মী। বিধানসভা ও স্থানীয় নির্বাচনের আবহে শাসক দলের পক্ষে এই দলত্যাগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
পটাশপুরে আয়োজিত বিজেপির ‘সংকল্প যাত্রা’ চলাকালীন এই যোগদান কর্মসূচি পালিত হয়। বিজেপির জেলা স্তরের অন্যতম নেতা প্রসেনজিৎ সাউ নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁদের স্বাগত জানান। যোগদানকারী কর্মীদের দাবি, তৃণমূলের বর্তমান নীতি ও কার্যকলাপে বীতশ্রদ্ধ হয়েই তাঁরা মোদীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে বিজেপিতে যোগ দিয়েছেন।
অন্যদিকে, বিজেপি নেতা প্রসেনজিৎ সাউ সংবাদমাধ্যমকে জানান, তৃণমূলের পায়ের নিচ থেকে মাটি সরছে, সাধারণ মানুষ এখন বিজেপির দিকেই ঝুঁকছেন। পটাশপুরে এই ভাঙন কেবল শুরু, আগামীতে আরও বড় চমক অপেক্ষা করছে বলে দাবি গেরুয়া শিবিরের। যদিও এই ঘটনায় শাসক দল তৃণমূলের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।