একই ফ্যানে ঝুলছে দুই যুবক! ফালাকাটা থেকে নিখোঁজ হওয়ার পর মালবাজারে রহস্যমৃত্যু।

মালবাজার শহরের ৬ নম্বর ওয়ার্ডের বয়ের বস্তি এলাকায় এক শিউরে ওঠা ঘটনার সাক্ষী থাকল স্থানীয় বাসিন্দারা। ভাড়া বাড়ির একটি ছোট ঘরের সিলিং ফ্যান থেকে উদ্ধার হল দুই যুবকের ঝুলন্ত দেহ। মৃতদের নাম সঞ্জীব বর্মন (২০) এবং অনুপ রায় (২১)। সঞ্জীবের বাড়ি আলিপুরদুয়ারের ফালাকাটায় এবং অনুপ জলপাইগুড়ির মেটেলির বাসিন্দা। এই মৃত্যু নিছক আত্মহত্যা নাকি এর পিছনে গভীর কোনো রহস্য দানা বেঁধেছে, তা নিয়ে ধন্দে পুলিশ ও এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, জয় প্রকাশ পণ্ডিতের বাড়িতে মাত্র তিনদিন আগে ভাড়া এসেছিলেন ওই দুই যুবক। শনিবার সকালে তাঁদের দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। পুলিশি তদন্তে এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে— সঞ্জীব গত ১৫ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন এবং তাঁর পরিবার ফালাকাটা থানায় নিখোঁজ ডায়েরিও করেছিল। পুলিশ যখন মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে মালবাজারে পৌঁছায়, ততক্ষণে সব শেষ। মাত্র তিনদিনের মাথায় কেন এমন চরম সিদ্ধান্ত, নাকি এর নেপথ্যে অন্য কোনো অপরাধ লুকিয়ে আছে, তা খতিয়ে দেখছেন মালবাজারের এসডিপিও রসোন প্রদীপ দেশমুখ। দেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।