‘চোরের সাম্রাজ্যে দম বন্ধ আসছিল’, দল ছেড়েই অধীরের হাত ধরে কংগ্রেসে শাহনাজ!

মুর্শিদাবাদে শাসক শিবিরের রক্তক্ষরণ বাড়িয়ে ফের পুরনো দলে ফিরলেন জেলা পরিষদের দাপুটে নেত্রী শাহনাজ বেগম। শনিবার বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে অধীর চৌধুরীর হাত থেকে তেরঙ্গা পতাকা তুলে নেন তিনি। শাহনাজের সঙ্গে এদিন ঘাসফুল শিবির ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জালাল শেখও। গত ১৭ ডিসেম্বর জেলা পরিষদের সদস্যপদ থেকে পদত্যাগ করেছিলেন রেজিনগরের তিনবারের জয়ী এই নেত্রী।

কংগ্রেসে ফিরেই বিস্ফোরক শাহনাজ। তিনি সরাসরি মুর্শিদাবাদ জেলা পরিষদকে ‘চোরের সাম্রাজ্য’ বলে কটাক্ষ করেছেন। তাঁর কথায়, “দুর্নীতির বিরুদ্ধে লড়তে গিয়ে একলা হয়ে পড়েছিলাম। চোরদের মাঝে থাকা সম্ভব নয় বলেই খোলা বাতাসে নিশ্বাস নিতে পুরনো ঘরে ফিরলাম।” উল্লেখ্য, জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি ও অফলাইন টেন্ডার দুর্নীতির অভিযোগ তুলে দীর্ঘদিন ধরেই সরব ছিলেন তিনি। একসময় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শাহনাজ জেলা পরিষদ দখলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। পাল্টা তৃণমূল জেলা সভাপতি অপূর্ব সরকারের দাবি, এতে দলের কোনো ক্ষতি হবে না। ২০২৬-এর বিধানসভাকে পাখির চোখ করে অধীর চৌধুরী যখন ঘর গোছাতে মরিয়া, তখন শাহনাজের এই ‘ঘর ওয়াপসি’ রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।