‘নতুন বাংলাদেশে হিংসার ঠাঁই নেই’, হিন্দু যুবক খুনে ৭ জনকে পাকড়াও করল র‍্যাব; কী বললেন ইউনুস?

বাংলাদেশে যুবনেতা শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে চলা অস্থিরতার মাঝে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের সাক্ষী থাকল ময়মনসিংহ। গণপিটুনির শিকার হয়ে প্রাণ হারিয়েছেন ২৭ বছর বয়সী হিন্দু যুবক দীপু চন্দ্র দাস। নিছক মারধর নয়, দীপুকে গাছের সঙ্গে বেঁধে শরীরে কেরোসিন ঢেলে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে। শুক্রবারের এই ভয়াবহ ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নিহতের বাবা রবিলাল দাস।

তিনি জানান, “ছেলের দেহ গাছের সঙ্গে বাঁধা ছিল এবং তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। আধা ঘণ্টা পর কাকা এসে খবর দেন ওরা দীপুকে তুলে নিয়ে গেছে। পরে দেখি দগ্ধ দেহ বাইরে ফেলে রাখা হয়েছে।” এই নারকীয় ঘটনায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো সরাসরি আশ্বাস না পেলেও, প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছেন। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এই ঘটনায় লিমন সরকার, তারেক হোসেনসহ মোট সাতজনকে গ্রেফতার করেছে। ইউনুস প্রশাসন স্পষ্ট জানিয়েছে, “নতুন বাংলাদেশে এই ধরনের নৃশংস অপরাধে জড়িত কেউই ছাড় পাবে না।” উল্লেখ্য, হাদির মৃত্যুর পর থেকে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে ভারত-বিরোধী বিক্ষোভ এবং সংবাদপত্রের কার্যালয়ে হামলার ঘটনায় পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে রয়েছে।