ওপারে হিন্দু হত্যা, এপারে মশাল মিছিল! প্রতিবাদে উত্তাল বাংলা, সৌগত রায়ের গাড়ি আটকাল বিজেপি!

সীমান্তের ওপারে ফের হিন্দু হত্যার কালিমালিপ্ত ছায়া। বাংলাদেশে সংখ্যালঘু নিধন ও চরম অরাজকতার প্রতিবাদে শনিবাসরীয় সন্ধ্যায় রণক্ষেত্রের চেহারা নিল এপার বাংলার কলকাতা থেকে জেলা। একদিকে যখন রাজপথে প্রতিবাদের আগুন জ্বলছে, তখন অন্যদিকে জলপথ দিয়ে অনুপ্রবেশ রুখতে সুন্দরবনের ভারত-বাংলাদেশ সীমান্তে জারি করা হয়েছে হাই-অ্যালার্ট।

প্রতিবাদের আঁচে সোদপুরে ‘অটো-সওয়ারি’ সৌগত রায়!
বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদে এদিন সন্ধ্যায় সোদপুর-বারাসাত রোড অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। আর সেই বিক্ষোভের মুখে পড়েই আটকে পড়েন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। পানিহাটি উৎসবের উদ্বোধনে যাওয়ার পথে দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকে তাঁর গাড়ি। উপায় না দেখে শেষমেশ গাড়ি থেকে নেমে কিছুটা হেঁটে গিয়ে একটি অটো ধরে গন্তব্যে পৌঁছান সাংসদ। যা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।

সুন্দরবন সীমান্তে কড়া পাহারা: হাই-অ্যালার্ট জারি
বাংলাদেশে ক্রমবর্ধমান মৌলবাদী তাণ্ডবের জেরে জলসীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছে পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী। পুলিশ সুপারের নির্দেশ অনুযায়ী:

সুন্দরবনের হাতানিয়া-দোয়ানিয়া নদীতে বাড়ানো হয়েছে বিশেষ নজরদারি।

বাংলাদেশ থেকে আসা প্রতিটি বার্জে তল্লাশি চালানো হচ্ছে।

সুন্দরবনের নদীপথ জুড়ে হাই-অ্যালার্ট জারি করা হয়েছে যাতে কোনোভাবেই উত্তপ্ত পরিস্থিতির সুযোগ কেউ না নিতে পারে।

কলকাতা থেকে উত্তরবঙ্গ— দিকে দিকে বিক্ষোভের আগুন
কেবল সোদপুর নয়, ওপার বাংলার ঘটনার আঁচ ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে:

কলকাতা: সিআইটি রোড ও বেকবাগানে হিন্দুত্ববাদী সংগঠনগুলি বিশাল বিক্ষোভ মিছিল বের করে।

ইসলামপুর: উত্তর দিনাজপুরের ইসলামপুরে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানায় বিজেপি।

শিলিগুড়ি: উত্তরবঙ্গের প্রাণকেন্দ্রেও রাজপথে নেমে মৌলবাদের বিরুদ্ধে গর্জে ওঠেন সাধারণ মানুষ।

প্রতিবাদকারীদের দাবি, বাংলাদেশে যেভাবে বেছে বেছে হিন্দুদের ওপর হামলা চালানো হচ্ছে, তার বিরুদ্ধে আন্তর্জাতিক মহল ও ভারত সরকারকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। পরিস্থিতি মোকাবিলায় রাজ্যজুড়ে পুলিশের বিশেষ টহলদারি অব্যাহত রয়েছে।