দিল্লিবাসীর পোয়াবারো! মকুব হতে পারে সমস্ত ট্রাফিক জরিমানা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার।

দিল্লির সাধারণ মানুষকে বড়সড় আর্থিক স্বস্তি দিতে চলেছে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সরকার। দীর্ঘদিন ধরে জমে থাকা ট্রাফিক জরিমানার বোঝা এবার পুরোপুরি মকুব হতে পারে। শুধু তাই নয়, রাজধানীর আকাশকে ধোঁয়াযুক্ত করতে একগুচ্ছ নতুন ‘ইলেকট্রিক ভেহিকেল’ (EV) নীতিও ঘোষণা করেছে সরকার।
ট্রাফিক জরিমানা থেকে মুক্তি: আসছে ‘অ্যামনেস্টি স্কিম’ দিল্লি পুলিশ এবং এনফোর্সমেন্ট বিভাগ কর্তৃক জারি করা বকেয়া জরিমানা মকুবের জন্য সরকার একটি ‘সাধারণ ক্ষমা প্রকল্প’ বা ‘অ্যামনেস্টি স্কিম’ আনতে চলেছে।
ফাইল পেশ: এই সংক্রান্ত ফাইল ইতিমধ্যেই অনুমোদনের জন্য লেফটেন্যান্ট গভর্নরের কাছে পাঠানো হয়েছে।
লক্ষ্য: রেকর্ড সংশোধন করা এবং সাধারণ মানুষকে আইনি জটিলতা ও বড় অঙ্কের জরিমানার হাত থেকে রেহাই দেওয়া। শীঘ্রই মন্ত্রিসভায় এটি পাস হতে পারে।
আগামী অর্থবছর থেকেই নতুন ইভি নীতি (EV Policy) দূষণ নিয়ন্ত্রণে দিল্লি সরকার ‘ইলেকট্রিক ভেহিকেল পলিসি’র ওপর বিশেষ জোর দিচ্ছে। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, আগামী আর্থিক বছর থেকেই এটি কার্যকর হবে। তাঁর কথায়:
“আমাদের লক্ষ্য ইভি গ্রহণ করাকে এতটাই সহজ করে তোলা, যাতে এটি প্রতিটি দিল্লিবাসীর প্রথম পছন্দে পরিণত হয়। এর ফলে বাতাসে পিএম ২.৫ এবং পিএম ১০ এর মাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।”
পুরনো গাড়ি স্ক্র্যাপ করলেই মিলবে ইনসেনটিভ যাঁদের পুরনো পেট্রোল বা ডিজেল গাড়ি রয়েছে, তাঁদের দুশ্চিন্তা দূর করতে সরকার ‘স্ক্র্যাপিং ইনসেনটিভ’ প্রকল্প আনছে।
পুরনো দূষণকারী যানবাহন নষ্ট বা স্ক্র্যাপ করলে মিলবে বিশেষ শংসাপত্র।
এই শংসাপত্র দেখিয়ে নতুন ইলেকট্রিক গাড়ি কিনলে মোটা অঙ্কের আর্থিক সুবিধা বা ছাড় পাওয়া যাবে।
একদিকে বকেয়া জরিমানা মকুবের ঘোষণা আর অন্যদিকে নতুন গাড়ি কেনার সহজ রাস্তা— মুখ্যমন্ত্রীর এই জোড়া পদক্ষেপে দিল্লির মধ্যবিত্ত মানুষ অত্যন্ত খুশি।