“জিহাদি মানসিকতার বক্তাদের আগে জেলে ভরুন!”, হেট স্পিচ নিয়ে বিস্ফোরক প্রহ্লাদ যোশী।

দেশের ক্রমবর্ধমান ‘হেট স্পিচ’ বা ঘৃণা ভাষণ নিয়ে এবার সুর চড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে, ঘৃণা ভাষণ রোধে কড়া আইন প্রণয়নের ক্ষেত্রে সবার আগে “জিহাদি মানসিকতা” সম্পন্ন বক্তাদের লক্ষ্য করা উচিত এবং তাদের কারান্তরালে পাঠানো প্রয়োজন।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে যোশী বলেন, যারা সমাজের সম্প্রীতি নষ্ট করতে উস্কানিমূলক মন্তব্য করে, তাদের বিরুদ্ধে আপসহীন ব্যবস্থা নেওয়া জরুরি। তিনি অভিযোগ করেন যে, একটি নির্দিষ্ট গোষ্ঠীর কট্টরপন্থী চিন্তাধারা দেশের অভ্যন্তরীণ সুরক্ষার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মন্ত্রীর মতে, এই ধরনের বক্তারা ধর্মের দোহাই দিয়ে বিষ ছড়াচ্ছে, যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

বিরোধীদের সমালোচনা করে তিনি আরও বলেন যে, তুষ্টির রাজনীতি বন্ধ করে আইনের শাসন প্রতিষ্ঠা করাই সরকারের মূল লক্ষ্য। এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিরোধীদের দাবি, এই ধরণের মন্তব্য সমাজে বিভেদ আরও বাড়িয়ে তুলবে। তবে বিজেপি অনড় অবস্থানে থেকে সাফ জানিয়ে দিয়েছে যে, জাতীয় স্বার্থে এই কঠোর পদক্ষেপ নেওয়া অত্যন্ত প্রয়োজন।